Microsoft Windows সহ একাধিক সফটওয়্যার নিয়ে রেড অ্যালার্ট জারি ভারত সরকারের, এখনই সাবধান হোন

By :  techgup
Update: 2024-04-16 08:21 GMT

সম্প্রতি বিভিন্ন Microsoft প্রোডাক্টে একাধিক দুর্বলতা লক্ষ্য করেছে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধিনস্ত সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In। সংস্থাটির মতে এই দুর্বলতাগুলির মাধ্যমে আক্রমণকারী টার্গেট সিস্টেমের সংবেদনশীল তথ্য চুরি করা থেকে শুরু করে, ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণও পেতে পারে।

CERT-In জানিয়েছে, প্রভাবিত প্রোডাক্টের তালিকায় মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, ডেভেলপার টুলস, অ্যাজুরে, ব্রোয়ার, সিস্টেম সেন্টার, মাইক্রোসফট ডাইনামিক এবং এক্সচেঞ্জ সার্ভারের মতো নাম অন্তর্ভুক্ত আছে।

এদিকে CERT-In অ্যান্ড্রয়েড এবং মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের একাধিক দুর্বলতার বিষয়েও সতর্ক করেছে, যা আক্রমণকারীকে সংবেদনশীল তথ্য পেতে, দূষিত কোড কার্যকর করতে সাহায্য করতে পারে।

CERT-In-এর পরামর্শ অনুযায়ী, অ্যান্ড্রয়েড 12, 12L, 13, 14, মোজিলা ফায়ারফক্স ভার্সন 124.0.1-এর আগের ভার্সন এবং মোজিলা ফায়ারফক্স ইএসআর ভার্সন 115.9.1-এর পরের ভার্সনগুলি এই দুর্বলতার ফলে বিশেষভাবে প্রভাবিত হয়েছে।

Tags:    

Similar News