ChatGPT Earn Money: চ্যাটজিপিটি ব্যবহার করে আয় করুন হাজার হাজার টাকা, দেখে নিন কি কাজ করবেন

Update: 2024-01-08 08:35 GMT

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যেন এখন মানবসভ্যতার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে, আর বিগত এই কয়েক মাসে অনেকের জন্যই হাতিয়ার রূপে অবতীর্ণ হয়েছে ChatGPT। ব্যক্তিমানুষ তো বটেই, পাশাপাশি বিভিন্ন কোম্পানিও এখন লেখালেখি, কোডিং, রিসার্চ, ডিবাগিং এবং আরও নানা কাজ সারার জন্য এই AI টুলটি ব্যাপক ব্যবহার করছে, যে কারণে হিউম্যান এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরির আরও সংকট দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সম্ভাবনা যে অমূলক নয়, তার বেশ কিছু নজিরও মিলেছে। ChatGPT-র জন্য কন্টেন্ট রাইটার জাতীয় পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমন খবর গত বছরেই সামনে এসেছে। কিন্তু আপনি কি জানেন যে, অতিরিক্ত ইনকামের বা অনলাইনে টাকা আয় করার (Earn Money Online) জন্য এই 'কর্মগ্রাসী' ChatGPT টুলকেই কাজে লাগানো যায়? অবাক হওয়ার কিছু নেই, আজকের এই প্রতিবেদনে আমরা ChatGPT ব্যবহারের এমনই ১০টি কৌশলের কথা বলব, যেগুলির ওপর ভিত্তি করে এবং নিজের দক্ষতা, জ্ঞান, সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি রোজ ১০০ ডলার (প্রায় ৮,৪০০ টাকা) (ChatGPT Strategies to Make US$100/ Day) উপার্জন করতে পারেন – তা সে আপনি টেকনিক্যাল ফিল্ডের সাথে জড়িত থাকুন বা না থাকুন!

চ্যাটজিপিটি ব্যবহার করে ১০০ ডলার আয় করুন (Earn 100 Dollars using ChatGPT)

১. ডেটা অ্যানালাইসিস এবং ভিজ্যুয়ালাইজেশন অ্যাসিস্ট্যান্ট: ডেটা সায়েন্টিস্ট বা এআই ইঞ্জিনিয়াররা তাদের ক্লায়েন্ট এবং প্রোজেক্ট খুঁজে পেতে Upwork, Fiverr বা Kaggle-এর মত চ্যাটজিপিটি ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো বিষয়ে ভিজ্যুয়ালাইজেশন বা অ্যানালাইসিস জাতীয় মূল্যবান পরামর্শ দিয়ে তাদের পরিষেবার জন্য টাকা নিতে পারেন।

২. চ্যাটবট ডেভেলপ, মেইনটেনেন্স: ইন-ডিমান্ড প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখন কলেজ গ্র্যাজুয়েটরা Chatfuel, Dialogflow বা Rasa-র মতো প্ল্যাটফর্ম থেকে চ্যাটবট তৈরি-মেইনটেন করতে পারেন এবং এগুলি BotList, BotMakers, বা BotStar-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সবার প্রয়োজনমতো উপলব্ধ করে আয় করতে পারেন।

৩. অনলাইন টিউটরিং এবং কোর্স: চাইলে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে স্টাডি মেটেরিয়াল, টিউটোরিয়াল ইত্যাদি তৈরি করে Udemy, Coursera, Skillshare বা YouTube-এর মতো প্ল্যাটফর্মে শেয়ার করে অর্থ উপার্জন করা যেতে পারে।

৪. প্রযুক্তিগত সহায়তা প্রদান: চ্যাটজিপিটির সাহায্য নিয়ে কারিগরি শিক্ষার্থীদের এবং স্নাতকদের প্রযুক্তিগত সহায়তা এবং সমস্যা সমাধানের মতো পরিষেবা প্রদান করে আয় হতে পারে৷ যেমন Upwork, Fiverr, Clarity, বা JustAnswer-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সহায়তা বা পরামর্শ প্রদানের বিনিময়ে টাকা চার্জ করা যাবে। এছাড়া GitHub, Heroku, AWS, বা Spaces-এর মতো প্ল্যাটফর্মে সফ্টওয়্যার, টুল ইত্যাদি তৈরি এবং বিক্রি করেও পকেট ভরানো যাবে।

৫. AI মডেল ট্রেনিং এবং কাস্টমাইজেশন: এআই ইঞ্জিনিয়াররা Hugging Face, Algorithmia, বা OpenAI-এর মতো প্ল্যাটফর্মে এআই মডেল, এপিআই (API) বা ডেটাসেট তৈরি এবং বিক্রি করে প্যাসিভ ইনকাম করতে পারেন।

৬. ডেটা অ্যানোটেশন এবং লেবেলিং: কারিগরি শিক্ষার্থীরা এবং ডেটা সায়েন্টিস্টরা DataCamp, Data.World বা Kaggle-এর মতো প্ল্যাটফর্মে চ্যাটজিপিটির সাহায্যে অ্যানোটেড বা লেবেলযুক্ত ডেটা তৈরি (যা মেশিন লার্নিং প্রোজেক্টে কাজে আসবে) এবং বিক্রি করে প্যাসিভ আয় তৈরি করতে পারে। কাজে লাগানো যেতে পারে Amazon Mechanical Turk, Figure Eight বা Labelbox প্ল্যাটফর্মও।

৭. কোড জেনারেশন এবং অটোমেশন: GitHub, Heroku, AWS, বা Spaces-এর মতো প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি দিয়ে কোড, স্ক্রিপ্ট বা ফাংশন তৈরি এবং বিক্রি করে প্যাসিভ ইনকাম হতে পারে।

এছাড়াও ব্লগ এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেশন, মার্কেট অ্যানালাইসিস ও ট্রান্সলেশন-লোকালাইজেশনের মতো আরও তিনটি কাজে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে মোটা টাকা কামানো যেতে পারে (Earn Money Online using ChatGPT)।

Tags:    

Similar News