'মেক ইন ইন্ডিয়া'-র হাত ধরে ভারতে ফের ব্যবসা বাড়াচ্ছে চীনা স্মার্টফোন কোম্পানিগুলি

By :  techgup
Update: 2020-07-19 15:58 GMT

সীমান্তে ভারত-চীন উত্তেজনা অনেকটা কমেছে, সাথে সাধারণ মানুষের চীনা ব্র্যান্ডগুলির ওপর ক্ষোভও কমেছে কিছুটা। এই পরিস্থিতিতে, Xiaomi, Vivo, Oppo এবং OnePlus এর মতো চীনের স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি পুনরায় ভারতের বাজারে বিপণন ও বিজ্ঞাপন শুরু করতে চলেছে। সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের কারণে এক মাসের জন্য ভারতে তাদের ব্যবসা প্রায় বন্ধ ছিল। এবার তারা প্রোডাক্ট লঞ্চ, বিজনেস স্ট্র্যাটেজি, বা বিনিয়োগের জন্য নতুন পরিকল্পনা তৈরি করছে।

এপ্রিল-জুন প্রান্তিকে চীনা সংস্থাগুলির বাজারে কিছুটা লোকসান তো হয়েছেই। এই পরিস্থিতিতে এই সংস্থাগুলি আবার বাজারে নিজের জায়গা ফিরে পেতে প্রস্তুতি শুরু করেছে। প্রসঙ্গত, চীনা ইলেকট্রনিক্স এবং স্মার্টফোন সংস্থাগুলি বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, এবং রিটেল অ্যাক্টিভেশন ইত্যাদি প্রচারে ২,৫০০ কোটি টাকার বেশি ব্যয় করে। কোম্পানি বর্তমান সময়ে ব্যয়ের পরিমান আরও বাড়াতে পারে।

সূত্রের খবর, শাওমি, ভিভো, রিয়েলমি, বা ওয়ানপ্লাসের মত ব্র্যান্ডগুলি একসঙ্গে অনেকগুলি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। শুধু তাই নয়, সংস্থাগুলি স্থানীয় উৎপাদনের ওপর জোর দিচ্ছে। পাশাপাশি প্রোডাক্টের প্যাকেজিংয়ে 'মেক ইন ইন্ডিয়া' কথাটি হাইলাইট করতে চাইছে সংস্থাগুলি। বিজ্ঞাপন বা প্রচারেও এই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

IDC ইন্ডিয়ার গবেষণা পরিচালক নবেন্দ্র সিংহ বলেছেন, আগামী পাঁচ মাস সংস্থাগুলির জন্য গুরুত্বপূর্ণ, এজন্য তারা বিপণনের ব্যয় আরো বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে চীনা সংস্থাগুলির ভারতীয় বাজারে পণ্য সরবরাহে বাধা নেই, কিন্তু চীনবিরোধী মনোভাব তাদের ওপর কতটা প্রভাব ফেলেছে তা দেখার সময় এসেছে।

Tags:    

Similar News