Samsung Smartphones Watch: ফোন ও স্মার্টওয়াচ ব্যবহারকারীদের সতর্ক করল স্যামসাং, এই কাজ না করলে হ্যাক হতে পারে ডিভাইস

Samsung Smartphones Watch - স্যামসাং নিশ্চিত করেছে যে, ইতিমধ্যেই বাগ সমস্যা ঠিক করার জন্য সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে তারা।

Update: 2024-10-31 09:04 GMT

Samsung Smartphones Watch

আপনি যদি স্যামসাংয়ের ফোন ও স্মার্টওয়াচ ব্যবহার করেন তাহলে সতর্ক হোন। বিশেষ করে আপনার ডিভাইস যদি এক্সিনস চিপসেট দ্বারা চালিত হয়। স্যামসাংয়ের তরফে গ্যালাক্সি ফোন ও ওয়াচ ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। যেখানে সংস্থাটি জানিয়েছে যে, এক্সিনস চিপসেটে একটি বাগ ধরা পড়েছে। এই বাগের সুবিধা নিয়ে হ্যাকাররা ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। স্যামসাং নিশ্চিত করেছে যে, ইতিমধ্যেই বাগ সমস্যা ঠিক করার জন্য সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে তারা।

এই স্যামসাং ফোন ও স্মার্টওয়াচ ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে

এক্সিনসের যেসমস্ত চিপসেটে বাগ ধরা পড়েছে, সেগুলির মধ্যে আছে এক্সিনস ৯৮২০, এক্সিনস ৯৮২৫, এক্সিনস ৯৮০, এক্সিনস ৯৯০, এক্সিনস ৮৫০ এবং এক্সিনস ডাব্লু ৯২০।

আর সংস্থার স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজ, গ্যালাক্সি নোট ২০ সিরিজ, গ্যালাক্সি এস১০ সিরিজ, গ্যালাক্সি নোট ১০ সিরিজ, গ্যালাক্সি এ২১, গ্যালাক্সি এ৫১, গ্যালাক্সি এ৭১, গ্যালাক্সি ওয়াচ ৫, গ্যালাক্সি ওয়াচ এফই এবং গ্যালাক্সি ওয়াচ ৪ মডেলে এই চিপসেটগুলি ব্যবহার করা হয়েছে।

এক মাস আগে কেন্দ্র সরকারের সাইবার সিকিউরিটি টিম সিইআরটি-ইন (ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম) জানিয়েছিল যে, এই প্রসেসরগুলিতে বড়সড় ত্রুটি রয়েছে। এই ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে কোড ডিভাইসে ঢুকিয়ে দেওয়া যায় এবং ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যায়।

সিইআরটি-ইন এর রিপোর্টের পর স্যামসাং তড়িঘড়ি ডিভাইসগুলির জন্য সিকিউরিটি প্যাচ রোল আউট করে। আপনি যদি উল্লেখিত স্যামসাং ফোন বা ওয়াচ ব্যবহারকারী হন তাহলে এক্ষুনি আপনার ডিভাইসে লেটেস্ট সফটওয়্যার আপডেট ডাউনলোড ও ইনস্টল করুন।

Tags:    

Similar News