নতুন Scorpio N লঞ্চের পর পুরনো স্করপিও কি আর বাজারে পাওয়া যাবে? উত্তর দিল Mahindra

By :  SUMAN
Update: 2022-05-21 11:59 GMT

স্করপিওর নতুন অবতার বাজারে Scorpio N নামে আসছে বলে গতকাল নিশ্চিত করেছে Mahindra। ছবি প্রকাশের পাশাপাশি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ছবিও। কিন্তু নতুন মডেল আসলে পুরনো Scorpio কি বাজার থেকে বিদায় নেবে? স্করপিও তথা এসইউভি প্রেমীরা বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন৷ তাদের চিন্তামুক্ত করে মাহিন্দ্রা জানিয়েছে, নতুন Scorpio N-এর পাশাপাশি সমান তালে পুরাতন স্করপিওর বিক্রি চলবে। পুরনো প্রজন্মের এই এসইউভিটি Scorpio Classic নামে মিলবে৷ উল্লেখ্য, Mahindra Scorpio N-এর আত্মপ্রকাশ ঘটছে আগামী ২৭ জুন‌।

মাহিন্দ্রা গর্ব প্রকাশ করে জানিয়েছে, বিগত দুই দশকে একটি আইকনিক এবং কাল্ট ব্র্যান্ডে পরিণত হয়েছে স্করপিও। নতুন মডেলটি অত্যাধুনিক ফিচার, টেকনোলজি এবং ইঞ্জিন-সহ আসার কারণে দাম আগের তুলনায় আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে। সংস্থার সর্বাধুনিক ল্যাডার অন ফ্রেম চ্যাসিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গাড়িটি। যা Mahindra Thar-এও ব্যবহার করা হয়েছে। এই সমস্ত কিছু পরিবর্তনের কারণে দাম অনেকটাই চড়বে বলে অনুমান।

Scorpio Classic প্রিমিয়াম কিন্তু তার N ভার্সনের চেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে বাজারে উপলব্ধ থাকবে। বাজেট কম থাকলে অনায়াসে ক্লাসিক মডেলটি বেছে নিতে পারবেন টিয়ার ২ ও টিয়ার ৩ শহরের গ্রাহকরা। বাজার চলতি স্করপিও পাঁচটি ভেরিয়েন্টে কেনা যায় – S3+, S5, S7, S9 ও S11। স্করপিওর এক্স-শোরুম মূল্য ১৩.৩০-১৮.১৯ লক্ষ টাকা।

গাড়িটির ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের দু'টো ভার্সন। একটিতে কম পাওয়ার এবং আরেকটিতে তুলনামূলক ভাবে। প্রথমটি ৪,০০০ আরপিএম গতিতে ১১৯ বিএইচপি ক্ষমতা এবং ১,৮০০-২,৮০০ আরপিএম গতিতে ২৪০ এনএম টর্ক উৎপন্ন করে। আর দ্বিতীয়টি থেকে ৩,৭৫০ আরপিএম গতিতে ১৩৭ বিএইচপি ক্ষমতা এবং ১,৮০০-২,৮০০ আরপিএম গতিতে ৩১৯ এনএম টর্ক পাওয়া যায়। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স স্ট্যান্ডার্ড।

Tags:    

Similar News