ICICI, HDFC, Axis ব্যাঙ্ক গ্রাহকরা সাবধান, দেশজুড়ে বাড়ছে সাইবার হানা

Zscaler ThreatLabz-এর রিপোর্ট অনুযায়ী, ICICI, HDFC, এবং Axis ব্যাঙ্কের মতো ভারতীয় ব্যাঙ্কগুলির গ্রাহকদের লক্ষ্য করে ফিশিং আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য চুরি করতে ভুয়া ওয়েবসাইট এবং ইমেল ব্যবহার করছে।

Update: 2024-12-03 17:17 GMT

বেসরকারি ব্যাঙ্কগুলির গ্রাহকদের লক্ষ্য করে সাইবার হানার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় রয়েছে ICICI, HDFC, এবং Axis ব্যাঙ্কের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলির গ্রাহকরা। গোটা ঘটনায় উদ্বিগ্ন সাইবার বিভাগ। ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য ভুয়ো ওয়েবসাইট ও ইমেল ব্যবহার করছে হ্যাকাররা। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে Zscaler ThreatLabz।

উক্ত রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ব্যবহারকারীদের লক্ষ্য করে মোবাইল ম্যালওয়্যার আক্রমণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এই ফিশিং কৌশলগুলির মধ্যে ভুয়ো ওয়েবসাইট এবং ইমেল রয়েছে, যা বৈধ ব্যাঙ্ক ওয়েবসাইটগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। ব্যক্তিগত তথ্য, যেমন লগইন শংসাপত্র এবং অ্যাকাউন্টের বিশদ বিবরণ চুরি করার জন্য এগুলি ব্যবহার করা হয়।

তালিকায় এই ব্যাঙ্কগুলি কেন রয়েছে?

আইসিআইসিআই, এইচডিএফসি, এবং অ্যাক্সিস ব্যাঙ্ক হল ভারতের অন্যতম তিনটি বৃহত্তম ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিতে রয়েছে প্রচুর সংখ্যক গ্রাহক। তাই এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে সফল ফিশিং প্রচেষ্টা আক্রমণকারীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক লাভ এনে দিতে পারে।

কীভাবে সতর্ক থাকবেন?

অবাঞ্ছিত ইমেল বা এসএমএস বার্তা থেকে সতর্ক থাকুন।

সন্দেহজনক লিঙ্কে কখনই ক্লিক করবেন না।

ওয়েবসাইটের ঠিকানাগুলি (URL) বারবার চেক করুন।

কোনও লগইন পেজে প্রবেশ করার আগে অফিসিয়াল ব্যাঙ্কের ওয়েবসাইটে কিনা তা নিশ্চিত করুন৷

প্রচারমূলক ও ভুয়ো অফারগুলি থেকে সাবধান থাকুন।

ফিশিং প্রচেষ্টায় প্রায়ই ব্যবহারকারীদের অবাস্তব চুক্তি বা জরুরি সতর্কবার্তা দিয়ে প্রলুব্ধ করে৷

পাবলিক Wi-Fi-এ ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

আর্থিক লেনদেনের জন্য নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করুন।

টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন। এটি আপনার অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্টগুলিতে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করবে।

Tags:    

Similar News