Cyber Safety Tips: এক ক্লিকেই সর্বস্বান্ত হয়ে যাবেন, মেনে চলুন সরকারের এই ১০টি উপদেশ
সাবধান! একটি ভুল ক্লিক আপনাকে সর্বস্বান্ত করতে পারে। সাইবার অপরাধের ঘটনা দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতন হওয়া জরুরি। সাইবার অপরাধীরা ভুয়ো পুরষ্কার এবং অর্থলাভের লোভ দেখিয়ে মানুষকে ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিক করার জন্য প্রলুব্ধ করে। আর তাই সম্প্রতি ভারত সরকার 'বেস্ট প্র্যাকটিস' শীর্ষক একটি অ্যাডভাইজরি জারি করেছে, যা অনুসরণ করে স্মার্টফোন ব্যবহারকারীরা অনলাইনে নিরাপদ থাকতে পারবেন। ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন (CERT-In) স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করার সময় বা অনলাইনে ব্রাউজ করার সময় কী করা উচিত এবং কী করা উচিত নয় তার একটি তালিকা প্রকাশ করেছে। আসুন এগুলি জেনে নেওয়া যাক।
১) শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন (যেমন Google Play Store বা Apple App Store)।
২) অ্যাপ ডাউনলোড করার আগে সর্বদা অ্যাপের রিভিউ পড়ুন, অ্যাপটি সম্পর্কে জানুন এবং এটি কি কি অ্যাক্সেস চায় তা দেখে নিন।
৩) অ্যাপকে ফোনের অ্যাক্সেস দেওয়ার সময় দেখে নিন সেটি কতটা প্রাসঙ্গিক। অপ্রয়োজনীয় মনে হলে ডিলিট করে দিন।
৪) সাইড লোডেড অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করার সময় "আননোন সোর্স" চেক বাক্সে ক্লিক করবেন না।
৫) ডিভাইসে নতুন আপডেট এবং সিকিউরিটি প্যাচ এলে ইনস্টল করুন।
৬) HTTPS প্রোটোকল ব্যবহৃত ওয়েবসাইটগুলিতেই কেবল ভিজিট করুন এবং কোনও ইমেল বা এসএমএস-এ থাকা লিঙ্কে ক্লিক করার সময় সতর্ক হোন।
৭) সন্দেহজনক ফোন নম্বরগুলি থেকে সাবধান থাকুন। স্ক্যামাররা প্রায়শই তাদের আসল ফোন নম্বর প্রকাশ না করার জন্য ইমেল-টু-টেক্সট পরিষেবা ব্যবহার করে তাদের পরিচয় গোপন করে। ব্যাংক থেকে প্রাপ্ত মেসেজে সাধারণত প্রেরকের ফোন নম্বরের পরিবর্তে ব্যাংকের সংক্ষিপ্তরূপ অন্তর্ভুক্ত থাকে।
৮) ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে দেখে নেবেন, সন্দেহজনক এক্সটেনশন যুক্ত সাইটে (dot xyz) প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৯) ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং এন্টিস্পাইওয়্যার সফ্টওয়্যার ইনস্টল করুন।
১০) আপনার অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল এবং ফিল্টারিং পরিষেবাগুলিতে সুরক্ষিত ব্রাউজিং টুল, ফিল্টারিং টুল ব্যবহার করুন।