সাথে রাখার দরকার নেই কোনো ডকুমেন্ট, ১০ কোটি মানুষের ভরসা DigiLocker
দেশের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক বা MeitY দ্বারা প্রকাশ্যে আনা ক্লাউড-ভিত্তিক স্টোরেজ প্ল্যাটফর্ম DigiLocker এর ইউজারের সংখ্যা এবার ১০০ মিলিয়ন ছাড়ালো! আজ্ঞে হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাধের 'ডিজিটাল ইন্ডিয়া' প্রকল্পকে সামনে রেখে তৈরী উক্ত অ্যাপের সাফল্যের এই সংবাদ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এর ফলে আনন্দের রেশ ছড়িয়েছে MeitY আধিকারিকদের মধ্যেও। ২০১৬ সালে লঞ্চ হওয়ার মাত্র ছয় বছরের মধ্যে আলোচ্য অ্যাপ্লিকেশনের ১০০ মিলিয়ন ব্যবহারকারী অতিক্রমের কৃতিত্বে তারা ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সার্থকতা লক্ষ্য করছেন যাকে অস্বীকার করার কোনো উপায় নেই।
এই মুহূর্তে ১০১.২১ মিলিয়ন রেজিস্টার্ড ইউজারের ৪.৯৪ বিলিয়ন নথি সুরক্ষিত রাখছে DigiLocker
আগেই বলেছি যে DigiLocker হলো এক ধরনের ক্লাউড-নির্ভর ডিজিটাল স্টোরেজ যেখানে যে কেউ তার ভিন্ন ভিন্ন ৫৬৮টি নথি বা ডকুমেন্টের সর্বোচ্চ ১টি করে কপি (Copy) সংরক্ষণ করতে পারেন। এটি সাধারণ নাগরিকদের পেপারলেস গভর্নেন্স প্রদানের ক্ষেত্রে বিশেষ সহায়ক যা কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম ঘোষিত নীতি। উল্লেখ্য, এই মুহূর্তে প্রায় ১০১.২১ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার DigiLocker অ্যাপ ব্যবহার করছেন। তাছাড়া এখানে মোট ৪.৯৪ বিলিয়ন নথি সুরক্ষিত রয়েছে বলে প্রকাশ্যে এসেছে।
DigiLocker ব্যবহার করার সবথেকে বড় সুবিধা
ডিজিলকারের সবথেকে বড় সুবিধা এই যে এটি ব্যবহার করলে আপনাকে জরুরি কোনো প্রয়োজনে নিজের গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে ঘুরতে হবেনা। সেক্ষেত্রে আপনি দরকার মেটাতে ডিজিলকারে সংরক্ষিত নথির প্রতিরূপ ব্যবহার করতে পারবেন। এভাবে অনলাইনে নথিপত্রের ব্যবহারে ভয় পাওয়ার কোন কারণ নেই, কেননা আলোচ্য অ্যাপ্লিকেশন আপনার গুরুত্বপূর্ণ নথিপত্র পুরোপুরি সুরক্ষিত রাখতে সক্ষম। এছাড়া ডিজিলকার অ্যাপ ই-সাইন সুবিধার সঙ্গে আগত। তাই এর মাধ্যমে ব্যবহারকারীরা এখানে সংরক্ষিত নিজেদের নথিগুলি ডিজিটাল স্বাক্ষরের সাথে ব্যবহার করতে পারবেন।
পরিশেষে ব্যবহারকারীরা ঠিক কি ধরনের ডকুমেন্ট সবথেকে বেশি পরিমাণে তাদের ডিজিলকার অ্যাকাউন্টে সংরক্ষণ করছেন তা দেখে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে সামনে আসা তথ্য জানাচ্ছে, ডিজিলকারে সর্বাধিক ডাউনলোড হওয়া গুরুত্বপূর্ণ নথি হলো আধার (Aadhaar) কার্ড। এরপরেই রয়েছে যথাক্রমে পলিসি সম্পর্কিত কাগজপত্র, প্যান (PAN) কার্ড, দুই চাকার গাড়ির ইনস্যুরেন্স, অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজ, রেশন কার্ড ইত্যাদি। নিজের এই জাতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ক্লাউড-নির্ভর সুরক্ষিত স্টোরেজে জমা রাখতে চাইলে অ্যান্ড্রয়েড পরিবারের সদস্যেরা Google Play-Store থেকে DigiLocker অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন।