DIMU Portable AC: বাইরে ঘোরাঘুরি করেন? কাছে রাখুন সস্তার এই এসি

By :  techgup
Update: 2024-05-11 07:06 GMT

অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ এখন পাওয়া যাচ্ছে DIMU ব্র্যান্ডের Portable AC। গ্রীষ্মের এই মরসুমে গরমের হাত থেকে স্বস্তি পেতে একাধিক মানুষ নিজের বাড়িতে Air Conditioner, Cooler এবং Fan-এর মত প্রোডাক্টগুলি বেছে নিয়েছেন। তবে যে সমস্ত মানুষরা বাইরে রোদে কাজ করেন বা কাজের জন্যই তাদের নিয়মিত ভ্রমন করতে হয়, Portable AC-টি তাদের জন্য বেশ উপকারী। আর আপনিও যদি এই ধরনের কাজের সাথে যুক্ত থাকেন, আর গরমে নাজেহাল হয়ে ওঠেন, তাহলে Amazon India থেকে এখনই এই ডিভাইসটি কিনে ফেলতে পারেন ভীষণ সস্তায়।

DIMU Portable AC-এর দাম

এই ব্যক্তিগত Portable AC-টি অ্যামাজন ইন্ডিয়ায় ৪,১৬৬ টাকায় তালিকাভুক্ত রয়েছে। তবে আপনি যদি একসাথে এতগুলো টাকা খরচ না করতে চান, তাহলে আপনি প্রতি মাসে ২০২ টাকার ইএমআই দিয়েও এই মিনি এয়ার কুলিং ফ্যানটি কিনতে পারেন। এছাড়াও, নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ৫০০ টাকা পর্যন্ত ছাড়ও পেয়ে যেতে পারেন।

DIMU Portable AC-এর বৈশিষ্ট্য

DIMU ব্র্যান্ডের এই Portable AC কুলিং ফ্যানের ক্ষমতা ১ কেজি। আর এটি অফিস এবং বেডরুমের মতন যে কোনো জায়গায় সহজেই ব্যবহার করা সম্ভব। ব্র্যান্ডের দাবি, এই ডিভাইসটি প্রবল হাওয়া সরবরাহ করলেও এটি অত্যন্ত কম আওয়াজ করে। আর আকারে ছোট ও হালকা ওজনের হলেও এটি সর্বদা ঠান্ডা বাতাস সরবরাহ করে। যার ফলে বাড়ির বাইরে থাকাকালীন ক্রেতা প্রবল গরমের হাত থেকে সঙ্গে সঙ্গে পরিত্রাণ পেতে পারেন। এছাড়াও, এটি হাই কোয়ালিটি ABS + PC প্লাস্টিক উপাদান দ্বারা তৈরি হওয়ায় এটি অত্যন্ত শক্তিশালী এবং টেকসই।

কিভাবে এই Portable AC-টি ব্যবহার করবেন?

Portable AC-টি ব্যবহার করা অত্যন্ত সোজা। এর থেকে ঠান্ডা বাতাস পাওয়ার জন্য প্রথমে এর ওয়াটার ইনলেটটি সাধারণ বা ঠান্ডা জল দিয়ে পরিপূর্ণ করুন। এরপর ইউএসবি ব্যবহার করে এটিকে পাওয়ারের সাথে কানেক্ট করুন। তারপর সুইচ অন করে ঠান্ডা বাতাস উপভোগ করুন।

Tags:    

Similar News