সুখবর, Disney+ Hotstar অ্যাপে ফেরত আসছে লাইভ টিভি চ্যানেল, কোন কোন চ্যানেল দেখা যাবে
ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Disney+ Hotstar শীঘ্রই লাইভ টিভি (Live TV) পরিষেবা নিয়ে আসছে। উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে আইটি রুলস আসার পর সংস্থাটি তাদের ওটিটি প্ল্যাটফর্ম থেকে সমস্ত লাইভ টিভি চ্যানেল সরিয়ে দিয়েছিল।
তবে আজ রেডিটের One-Cost-4363 নামের এক ইউজার দাবি করেছেন যে, Disney+ Hotstar-এ ফের আগের পরিষেবা ফিরে আসছে। এমনকি আমরা অর্থাৎ Tech Gup এর মেম্বাররাও প্ল্যাটফর্মে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
Disney+ Hotstar ফিরিয়ে আনছে Live TV Channel
আমাদের মেম্বাররা দেখেছে যে, ডিজনি প্লাস হটস্টার প্ল্যাটফর্মে Star Sports এর বিভিন্ন চ্যানেল ছাড়াও কিছু বিনোদনের লাইভ চ্যানেল ফিরে এসেছে। আপাতত ১৫টি চ্যানেল খুঁজে পাওয়া গেছে। দেখে নিন কোন কোন লাইভ টিভি চ্যানেল ডিজনি প্লাস হটস্টার অ্যাপে ফিরে এল -
Star Plus
Star Bharat
Star Utsav
Star Pravah
Star Gold
Star Sports Hindi 1
Star Sports 1
Jalsha Movies
Star Jalsha
Star Maa
Star Maa Movies
Maa Gold
Star Vijay
Star Suvarna Plus
Star Suvarna
যদিও এই প্রতিবেদন লেখার সময় উল্লেখিত কোনো চ্যানেল কাজ করছে না। তবে আশা করা যায়, শীঘ্রই এগুলির কনটেন্ট দেখা যাবে।