Okinawa ইলেকট্রিক স্কুটারের নতুন শোরুম খুলল, 61,000 টাকা থেকে মডেলের দাম শুরু
ভারতে নতুন শোরুম খোলায় ম্যারাথন দৌড়ে শামিল দেশীয় ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। কিছুদিন আগেই সংস্থাটি মুম্বাইয়ের নেরুলে তাদের গ্যালাক্সি শোরুমের উদ্বোধন করেছিল। এর রেশ কাটতে না কাটতেই আরও একটি নতুন শোরুমের ফিতে কাটলো ওকিনাওয়া। এবারে নতুন গ্যালাক্সি শোরুমটি আমেদাবাদে অবস্থিত। গতকালই সংস্থা তরফে এটির উদ্বোধনের কথা ঘোষণা করেছে।
এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, “আমেদাবাদের গ্রাহকরা আমাদেহ স্কুটারগুলির কারিগরি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। স্টোরের ডিসপ্লেতে সেগুলি দেখানো হবে। গ্রাহকরা একদম কাছ থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেমন ব্যাটারি, মোটর এবং চ্যাসিস পরীক্ষা করে দেখতে পারবেন। তিনি যোগ করেন, “শোরুমের আকর্ষণের বিষয় হল, গ্রাহকরা নিজেদের পছন্দমত স্কুটারগুলি কাস্টমাইজ করাতে পারবেন।”
অন্যদিকে ওকিনাওয়া অটোটেকের প্রতিষ্ঠাতা এবং এমডি জিতেন্দর শর্মা বলেন, “আমরা আমেদাবাদে নতুন গ্যালাক্সি শোরুম উদ্বোধন করতে পেরে আনন্দিত। এই পদক্ষেপ গ্রাহকদের বিশ্বমানের ইলেকট্রিক টু-হুইলার প্রযুক্তির সাথে পরিচয় করাতে আমাদের সুযোগ করে দিয়েছে।” তিনি যোগ করেন, “সূচনা থেকে আমরা আমাদের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির উদ্ভাবনকে অগ্রভাগে রেখেছি।”
প্রসঙ্গত, বর্তমানে ওকিনাওয়ার ঝুলিতে ধীর থেকে উচ্চগতির সব ধরনের স্কুটার রয়েছে। এদেশে তারা Praise, Okhi-90, i-Praise, R30, Ridge Plus, Lite মডেল বিক্রি করে। রেঞ্জ নূন্যতম ৬০ কিমি। দাম ৬১,৯৯৮ টাকা থেকে শুরু। তাদের সবচেয়ে দামী ও অ্যাডভান্সড ই-স্কুটার হল Okhi-90৷ এটি পুরোপুরি চার্জে ১৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হয়েছে৷ দাম ১,২১,৮৬৬ টাকা (এক্স-শোরুম, কলকাতা)৷