Elon Musk Neuralink: ফোন অতীত, এবার শুধু ভাবলেই কল চলে যাবে প্রিয়জনের কাছে!

By :  SUMAN
Update: 2024-06-21 11:04 GMT

ভবিষ্যতে হয়তো স্মার্টফোন থাকবে না। আর থাকলেও তা নিয়ন্ত্রিত হবে ব্রেন অর্থাৎ মস্তিষ্কের মাধ্যমে। এমনটাই এখন মনে করছেন টেসলা (Tesla) কর্তা ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। একটি এক্স পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন, ভবিষ্যতে ফোনের অস্তিত্ব থাকবে না, শুধু যেটা থাকবে সেটা হল নিউরালিংক।" প্রসঙ্গত, এই নিউরালিংক (Neuralink) হল মাস্কেরই কোম্পানি, যারা ব্রেন চিপ প্রযুক্তির উপর কাজ করছে। ইতিমধ্যেই প্যারালাইজড এক ব্যক্তির মস্তিষ্কে পরীক্ষামূলকভাবে সেটি ইমপ্ল্যান্ট করা হয়েছে।

স্মার্টফোনের জায়গা নেবে ইলন মাস্কের Neuralink

কিছু দিন আগে এক্সে নট ইলন মাস্ক নামক প্যারোডি একাউন্ট থেকে ইলন মাস্কের একটি এআই জেনারেটেড ইমেজ শেয়ার করা হয়। যেখানে হাতে রাখা ফোনের দিকে তাকানো অবস্থায় তাঁর মাথায় নিউরালিংক নেটওয়ার্কের ডিজাইন দেখা যায়। ক্যাপশনের বাংলা অর্থ করলে দাঁড়ায়, "শুধু মনের ভাবনার মাধ্যমেই ফোনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি কি নিজের মাথায় নিউরালিংক ইন্টারফেস বসাতে চান।" ইলন মাস্ক এই পোস্টটি শেয়ার করে লেখেন, ভবিষ্যতে কোনও ফোনই থাকবে না। শুধু নিউরালিংক থাকবে। সেটারই স্ক্রিনশট এখন ভাইরাল।

অর্থাৎ নিউরালিংকের সাহায্যে ফোনে হাত না দিয়ে শুধু ভাবনার সাহায্যে ফোন করা যাবে বলেই মনে করছেন মাস্ক। প্রচুর এক্স ব্যবহারকারী সেই পোস্টের নীচে মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, "আপনাকে ভালবাসলেও নিজের মাথায় কোনওভাবেই আমি কিছু ইমপ্ল্যান্ট করতে পারবো না। এটা আমার জন্য খুব কঠিন।"

খামখেয়ালি হিসাবে পরিচিত হলেও, মাস্কের এমন ভাবনা কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে বলতে পারে, আর দশ-পনেরো বছর পর মোবাইল ফোনের কলারে গিয়ে কোনও নম্বর ডায়াল না করে এমন পদ্ধতিতেই মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করবে। প্রযুক্তির যা অগ্রগতি তাতে অসম্ভব কিছুই নয়!

Tags:    

Similar News