৮০ শতাংশ ছাড়ে ফোনসহ পছন্দের গ্যাজেট, শুরু হল Flipkart Big Billion Days Sale

By :  techgup
Update: 2022-09-22 07:00 GMT

প্রত্যাশামতোই আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে Flipkart Plus (ফ্লিপকার্ট প্লাস) মেম্বারদের জন্য লাইভ হয়ে গিয়েছে Flipkart Big Billion Days Sale 2022 (বিগ বিলিয়ন ডেজ সেল ২০২২)। যদিও, রেগুলার কাস্টমারদের এই সেলের অ্যাক্সেস পাওয়ার জন্য আর মাত্র একটা দিন অপেক্ষা করতে হবে। সংস্থার তরফে জানা গিয়েছে যে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সেল লাইভ থাকবে। Flipkart-এর এই বিক্রয়পর্বে ল্যাপটপ, মোবাইল, স্মার্টওয়াচ, টিভি সহ আরও একাধিক প্রোডাক্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আসুন, বাজারের ভিড় না ঠেলে Big Billion Days Sale-এ কেনাকাটা করলে কী কী ফায়দা হবে, তা এখন এক নজরে দেখে নিই।

Flipkart Big Billion Days Sale 2022-এ মিলবে আকর্ষণীয় ব্যাংক অফার

বলে রাখি, এই বিশেষ ফেস্টিভ সেলে বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় অগ্রিম ছাড় তো উপলব্ধ থাকছেই, তদুপরি ক্রেতাদের সস্তায় কেনাকাটার জন্য একাধিক ব্যাংক অফারের সুবিধাও প্রদান করবে ফ্লিপকার্ট। উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank) ও অ্যাক্সিস ব্যাংক (Axis Bank)-এর কার্ডধারীরা অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন। এক্ষেত্রে, সেলে কেনাকাটার ক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক (Flipkart Axis Bank) ক্রেডিট কার্ডধারীরা ৮ শতাংশ ছাড় এবং ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন বলে জানা গিয়েছে। তদুপরি, সেল চলাকালীন সাইন আপ করলে নতুন গ্রাহকদেরকে ১০০ টাকা ছাড়ের সুবিধা দেবে ফ্লিপকার্ট।

ক্রেতাদেরকে একাধিক আকর্ষণীয় ডিল অফার করবে Flipkart

আপনাদেরকে জানিয়ে রাখি, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল প্রতিদিন সকাল ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় ইউজারদের জন্য নিত্যনতুন 'ক্রেজি ডিলস' (Crazy Deals) নিয়ে হাজির হবে। এছাড়াও, 'আর্লি বার্ড স্পেশালস্' (Early Bird Specials) এবং 'টিক টক ডিলস' (Tick Tock Deals) সরবরাহকারী 'রাশ আওয়ার' (Rush Hour) ডিলগুলি সর্বনিম্ন দামে প্রতি ঘন্টায় নতুন অফার নিয়ে আসবে। ফলে ঘরে বসেই একদম সস্তায় পছন্দের প্রোডাক্টটি কেনার সুযোগ করে দিতে গ্রাহকদের জন্য ফ্লিপকার্ট যে সবরকম সুযোগসুবিধা মজুত রেখেছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

সেলে আকর্ষণীয় ছাড়ে কেনা যাবে স্মার্টফোনসহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট

সংস্থার তরফে জানা গিয়েছে যে, সেল চলাকালীন অ্যাপল (Apple), স্যামসাং (Samsung), গুগল (Google) সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের বেশ কয়েকটি স্মার্টফোন বিশাল ছাড়ে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এর পাশাপাশি ফ্লিপকার্ট ইউজারদেরকে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার, নো কস্ট ইএমআই ডিল এবং স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনও প্রোভাইড করছে। সেক্ষেত্রে আগামী দিনগুলিতে এই বিক্রয়পর্বের সাথে সম্পর্কিত সকল খবরাখবর পেতে হলে চোখ রাখুন টেকগাপে।

Tags:    

Similar News