Flipkart Electronics Sale: অনেক সস্তায় কিনে নিন Vivo X70 Pro থেকে iPhone 12 mini, আজ থেকে শুরু হল সেল

By :  SUPARNA
Update: 2022-07-06 04:58 GMT

Flipkart সম্প্রতি 'Electronics Sale' এর আয়োজন করেছে। এই সেলটি আজ অর্থাৎ ৬ জুলাই থেকে শুরু হচ্ছে এবং ১০ জুলাই পর্যন্ত লাইভ থাকবে। এই সময়কালে স্মার্টফোন সহ বিবিধ সেগমেন্ট অধীনস্ত গ্যাজেটের সাথে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। শুধু তাই নয়, সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট, ইএমআই বিকল্প এবং ফ্রি ডেলিভারির মতো সুযোগ সুবিধাও উপলব্ধ থাকবে। জানিয়ে রাখি, ই-কমার্স প্ল্যাটফর্মটি তাদের এই আসন্ন সেলে ডিসকাউন্টের সাথে এনলিস্টেড ডিভাইসগুলিকে হাইলাইট করার জন্য ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট লাইভ করেছে। যার দৌলতে Vivo X70 Pro, Poco M4 Pro 5G, iPhone 12 mini ইত্যাদি মডেলের সাথে দেওয়া অফার ও ডিসকাউন্টের পরিমাণ আমাদের সামনে এসে গেছে। তাই আপনারা যারা নিজের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তারা আমাদের এই প্রতিবেদন থেকে Flipkart Electronics সেলে ছাড়ের সাথে উপলব্ধ স্মার্টফোনের তালিকা দেখে আগাম উইশলিস্ট তৈরী করে ফেলতে পারেন।

Flipkart Electronics Sale -এ ডিসকাউন্টের সাথে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

Vivo X70 Pro: মাইক্রোসাইট অনুসারে, ভিভোর অন্যতম একটি সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৭০ প্রো -কে ভারী ডিসকাউন্ট সহ ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স সেলে বিক্রি করা হবে। সেক্ষেত্রে, ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনকে আসন্ন সেল থেকে মাত্র ৪৬,৯৯০ টাকায় ক্রয় করা যাবে। এটিকে মূলত ক্যামেরা-কেন্দ্রিক গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। উক্ত ডিভাইসে ইন-বিল্ট গিম্বল স্টেবিলাইজেশন সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

Motorola Edge 20 Pro: মোটোরোলার 'ওল্ড জেনারেশন' এজ ২০ প্রো স্মার্টফোনকে এই সেলে ৪৫,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৩২,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। ফোনটি পারফরম্যান্স-কেন্দ্রিক ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে একটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দেওয়া হয়েছে।

Poco M3 Pro 5G, M4 Pro 5G: আপনি যদি বাজেট রেঞ্জের অধীনে একটি ৫জি কানেক্টিভিটির স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে পোকো এম৩ প্রো ৫জি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প প্রমাণিত হতে পারে৷ কেননা, সেলে এই মডেলের ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টকে ফ্লাট ২,০০০ টাকা ছাড়ের সাথে এনলিস্ট করা হয়েছে। যারপর ফোনটির দাম ১৬,৪৯৯ টাকা থেকে কমে ১৪,৪৯৯ টাকা হয়ে গেছে। মূলত যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য এটিকে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে, উক্ত ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা গেম খেলা সত্ত্বেও একক চার্জে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। প্রসঙ্গত, নবাগত পোকো এম৪ প্রো ৫জি স্মার্টফোনকেও আসন্ন ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স সেলে অনুরূপ ডিসকাউন্টেড প্রাইজের সাথে বিক্রি করা হবে বলে জানা গেছে।

iPhone 12 mini: ফ্লিপকার্ট আয়োজিত সেলে অ্যাপল বিকশিত আইফোন ১২ মিনি মডেলের সাথে ভারী ছাড় পাওয়া যাবে। ক্রেতারা, মডেলটির ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে ৫৯,৯০০ টাকার পরিবর্তে মাত্র ৪৯,৯৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। তবে আগেই বলে দিই যে, ২০২১ সালে লঞ্চ হওয়া আইফোন ১৩ সিরিজের সাথেও ডিসকাউন্ট অফার করা হবে। তাই দামের তুলনা করে তবেই নিশ্চিত হোন যে ১২তম নাকি ১৩তম প্রজন্মের আইফোন কিনবেন। ফিচার হিসাবে, আইফোন ১২ মিনি ফোনে অ্যাপলের নিজেস্ব ৫ এনএম ভিত্তিক এ১৪ বায়োনিক (A14) প্রসেসর এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপলব্ধ।

Poco F4 5G: আপনি যদি ৩০,০০০ টাকার নিচে একটি অলরাউন্ডার স্মার্টফোন খুঁজে থাকেন, তবে আমরা আপনাকে পোকো এফ৪ ৫জি কেনার পরামর্শ দেব। ফ্লিপকার্ট সেলে, উক্ত হ্যান্ডসেটকে আপনারা ২৭,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কিনে নিতে পারবেন। তবে, SBI এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের অতিরিক্ত ভাবে আরো ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে বলে জানা গেছে৷ আলোচ্য ফোনটি সুপার স্লিম ডিজাইন সহ এসেছে এবং এর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন দ্বারা চালিত।

Tags:    

Similar News