ভারতে তৈরি হবে আরও বেশি iPhone, এপ্রিল থেকে নতুন প্ল্যান্টে কাজ শুরু Foxconn-এর
Apple এর সাপ্লায়ার Foxconn তাদের বেঙ্গালুরুর প্ল্যান্টে ২০২৪ সালের এপ্রিল থেকে iPhone প্রোডাকশান শুরু করবে। সেখানকার রাজ্য সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। আগামী ১ জুলাই রাজ্য সরকার Foxconn-কে এই প্ল্যান্টের জন্য জমি দেবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩০ বিলিয়ন ডলার। এই প্ল্যান্ট থেকে প্রায় ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে।
জানিয়ে রাখি, ফক্সকন বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিক প্রোডাক্ট নির্মাতা সংস্থা। ফক্সকন প্রতি বছর ভারতে অবস্থিত বিভিন্ন প্ল্যান্টে প্রায় ২০০ মিলিয়ন iPhone তৈরি করে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান রাজনৈতিক চাপানউতোর কারণে, Apple ধীরে ধীরে চীন থেকে ভারতে তাদের প্রোডাকশন স্থানান্তর করছে, তাই এদেশে নতুন নতুন প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে।
গত মাসে লন্ডন স্টক এক্সচেঞ্জকে দেওয়া এক বিবৃতিতে ফক্সকন জানায়, বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে দেবনাহল্লিতে ১২ লাখ বর্গমিটার (১কোটি ৩০ লাখ বর্গফুট) জমি অধিগ্রহণ করা হয়েছে। এই জমির জন্য ৩৭ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩০৩ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া ফক্সকন শিগগিরই ভিয়েতনামে ৪,৮০,০০০ বর্গমিটার জমি অধিগ্রহণ করতে যাচ্ছে।
সম্প্রতি একটি খবর এসেছে যে বেদান্ত, ফক্সকন জেভি গ্রুপের সাথে মিলে চিপ তৈরির কাজ করতে চাইছে না। তারা ১ জুন থেকে চালু হওয়া সেমিকন্ডাক্টর স্কিমে আবার আবেদন করবে। এরফলে সরকার ৫০ শতাংশ ভর্তুকি দেবে।