Google-র উপহার, এবার সাইলেন্ট থাকলেও খুঁজে পাবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন
অনেক ব্যবহারকারী আছে যারা মোবাইলটি এক জায়গায় রেখে ভুলে যান, তারপর দরকারের সময় সেটি আর খুঁজে পান না। এমন ঘটনা প্রায় প্রত্যেকজনের সঙ্গেই কখনো না কখনো ঘটে থাকে। আর খুঁজে না পেলে আমরা সাধারণত অন্য মোবাইল থেকে রিং করে ডিভাইসটি খোঁজার চেষ্টা করি। কিন্তু সাইলেন্ট অবস্থায় থাকলে মোবাইল খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পরে। তবে এখন সেই সমস্যার সমাধান করতে চলেছে Google। টেক জায়ান্টটি বলেছে, তারা অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে এই সমস্যার সমাধান করবে।
Google জানিয়েছে, অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আসার পর ব্যবহারকারী সাইলেন্ট মোডে থাকার পরেও ডিভাইসটি খুঁজে পাবেন। আর এই কাজটি করার জন্য গুগলের "Find My Device" ফিচারটি প্রয়োজন হবে, যার সাহায্যে ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ফোন ট্র্যাক করতে পারবেন। গুগল অ্যাকাউন্টধারী প্রত্যেক ব্যবহারকারীর ফোনেই এই "ফাইন্ড মাই ডিভাইস" ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট থাকে। উল্লেখ্য, প্রয়োজনে আপনি অ্যাপ এবং ওয়েব উভয় ক্ষেত্রেই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।
কিভাবে ব্যবহার করবেন Find My Device ফিচারটি?
- এই ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে https://www.google.com/android/find/ বা android.com/find-এ যেতে হবে।
- সেখানে আপনি বাম দিকে সেই সমস্ত ফোনের একটি তালিকা দেখতে পাবেন যেখানে আপনার বর্তমান ই-মেইল আইডি লগইন করা আছে। এবার আপনাকে ওই একই ই-মেইল আইডি দিয়ে android.com/find-এ লগইন করতে হবে।
- লগইন করার পরে, বাম দিকে ফোনটি রিং করার অপশনটিতে ক্লিক করতে হবে।
- এই অপশনে ক্লিক করার পর সাইলেন্ট মোডে থাকার পরেও আপনার ফোনটি বেজে উঠবে এবং আপনি সহজেই আপনার ফোনটি খুঁজে পেতে সক্ষম হবেন।
- এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ডিভাইসের রিয়েল টাইম লোকেশনও দেখতে পাবেন।