এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে আপনার Gmail, YouTube অ্যাকাউন্ট, তাড়াতাড়ি সাবধান হন
অ্যান্ড্রয়েড (Android) সিস্টেম এবং নিজের বিভিন্ন প্রোডাক্টের (যেমন Google Search, Chrome, Google Maps ইত্যাদি) ইউজারদের সবসময় ভালো পরিষেবা দিতে সচেষ্ট Google, এমনকি সংস্থাটি প্রাইভেসি বা সিকিউরিটির ওপরেও নজর রাখে। সেক্ষেত্রে কয়েক সপ্তাহ আগে টেক জায়ান্ট সংস্থাটি নিজের এই মনোভাব থেকে নিষ্ক্রিয় বা অব্যবহৃত (inactive) অ্যাকাউন্ট পলিসিতে একটি উল্লেখযোগ্য আপডেট ঘোষণা করেছে। Google-এর মতে, তারা কমপক্ষে দুই বছর ধরে ব্যবহার করা বা সাইন-ইন করা হয়নি এমন Google অ্যাকাউন্টগুলি এবার ডিলিট করতে শুরু করবে। এর জন্য সংস্থার তরফে এখন ইউজারদের নোটিফিকেশনও দেওয়া হচ্ছে, তাই আপনার যদি এইরকম কোনো Google অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবিলম্বে বিষয়টি নিয়ে সচেতন হন।
ডিসেম্বর থেকে অ্যাকাউন্ট বন্ধের কাজ শুরু করবে Google
গুগলের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, তাদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের নতুন নিয়মটি চলতি বছর মানে ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে৷ তবে একেবারে বিনা নোটিশে হবেনা এই কাজ – এর জন্য কোম্পানিটি নির্দিষ্ট ইউজারদের (যাদের অ্যাকাউন্টগুলি এইরকম ক্যাটেগরিতে অর্থাৎ নিষ্ক্রিয়াবস্থায় আছে) ৮ মাস আগে থেকে বারবার সতর্কতামূলক ইমেইল পাঠাবে। পরবর্তী সময়ে অ্যাকাউন্ট একেবারে ডিলিট হয়ে গেলে জিমেইল (Gmail), ডক্স (Docs), ড্রাইভ (Drive), মিট (Meet), ক্যালেন্ডার (Calender), ইউটিউব (YouTube) এবং গুগল ফটো (Google Photos)-এর মতো গুগল প্রোডাক্টের সংরক্ষিত সমস্ত কন্টেন্টে প্রভাব পড়বে; এগুলি আর অ্যাক্সেস করা যাবেনা। তাই প্রয়োজন হলে সময় থাকতে থাকতে এইসব ডেটা অন্যত্র সরিয়ে রাখার বা অ্যাকাউন্ট সক্রিয় রাখার চেষ্টা করতে হবে।
Google কেন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ডিলিট করবে?
মূলত নিরাপত্তা সুনিশ্চিত করতেই দুই বছর ধরে নিষ্ক্রিয় থাকা পুরোনো অ্যাকাউন্টগুলি ডিলিট করার পরিকল্পনা করছে গুগল। সংস্থার মতে, এই অ্যাকাউন্টগুলিতে অথেন্টিকেশন সিস্টেম অত্যন্ত দুর্বল, যাতে করে এগুলিকে সহজেই হ্যাক করা যেতে পারে। আর একবার কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস বেহাত হয়ে গেলে তাকে বিভিন্ন গর্হিত কাজে বা স্প্যাম হিসেবে লাগাতে পারে দুরাভিসন্ধীরা।
কীভাবে আপনার Google অ্যাকাউন্ট সক্রিয় রাখবেন?
আপনি যদি গুগলের কাছ থেকে অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করার জন্য ওয়ার্নিং ইমেইল পান, তাহলে আপনাকে এটির ডিলিট হওয়া আটকাতে কিছু সহজ কাজ করতে হবে। যেমন সবার আগে এটিতে লগ ইন করতে হবে। এরপর সেই অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো ইমেইল পড়তে বা পাঠাতে হবে। এছাড়াও আপনি এর মাধ্যমে গুগল ড্রাইভ ব্যবহার করতে, ইউটিউবে ভিডিও দেখতে, গুগল সার্চ ব্যবহার করতে কিংবা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে পারেন। চাইলে সেই অ্যাকাউন্ট থার্ড পার্টি অ্যাপ বা পরিষেবাতে সাইন ইন করার জন্য ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, যদি আপনি দুই বছর ধরে নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, কিন্তু তাতে ইতিমধ্যে একটি সাবস্ক্রিপশন সেট আপ থাকে তবে সেক্ষেত্রে গুগল আপনার অ্যাকাউন্ট ডিলিট করবেনা।