Google Chrome ব্রাউজার ব্যবহার করলে এখনই সাবধান হন, নইলে বিপদে পড়বেন

Update: 2022-10-12 07:46 GMT

কম্পিউটার হোক বা স্মার্টফোন – যেকোনো ডিভাইসেই ইন্টারনেট সার্ফিং করার জন্য জনপ্রিয় ব্রাউজার হল Google Chrome। সহজ ইন্টারফেস এবং ভালো স্পিডের কারণে প্রচুর মানুষ এটিকে ব্যবহার করেন। অন্যদিকে, ভারতের বাজারে উপলব্ধ প্রায় সমস্ত স্মার্টফোনেই Google Chrome প্রি-ইনস্টলড (পড়ুন ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট) থাকে; শুধু তাই নয়, গ্লোবাল মার্কেটে Google-এর এই প্রোডাক্টটির ৬৫ শতাংশের বেশি শেয়ারও রয়েছে। কিন্তু আপনিও যদি প্রতিদিন কোনো না কোনো কাজে Chrome ব্যবহার করে থাকেন, তবে আপনার এই মুহূর্তে চোখ কান খোলা রাখা মানে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ সম্প্রতি বিশেষজ্ঞরা এই ব্রাউজার ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন। আসলে হালফিলের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Google Chrome, এই বছর অর্থাৎ ২০২২ সালের সবচেয়ে বিপজ্জনক (unsafe) ব্রাউজার। এমনকি বিষয়টি সামনে আসা মাত্রই Facebook-এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও জোর চর্চা শুরু হয়েছে।

হাজার হাজার ত্রুটি রয়েছে Chrome ব্রাউজারে

রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সময়ে গুগল ক্রোমে প্রায় ৩০৩টি ত্রুটি পাওয়া গেছে যা ইউজারদের সিকিউরিটির জন্য বিপজ্জনক। এখানেই শেষ নয়, এই নতুন ত্রুটি এবং চলতি বছরের (বিগত মাসগুলিতে) খুঁজে পাওয়া অন্যান্য ত্রুটি মিলিয়ে এখনও পর্যন্ত ক্রোমে প্রায় ৩,১৫৯টি খামতি দেখা গেছে। আর এই হাজার হাজার ত্রুটিই ক্রোমকে সবচেয়ে বিপজ্জনক ওয়েব ব্রাউজিং প্ল্যাটফর্মে পরিণত করেছে।

অ্যাটলাস ভিপিএন (Atlas VPN)-এর মতে, একটি সার্ভের দরুন এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এক্ষেত্রে ভাল-ডিবি (VulDB) ভালনারেবিলিটি ডেটাবেস রিপোর্ট থেকে এই দুর্বলতাগুলি চিহ্নিত করা হয়েছে; রিপোর্ট অনুযায়ী, ১লা জানুয়ারি ২০২২ থেকে ৫ই অক্টোবর ২০২২ পর্যন্ত সময়ে মানে ১০ মাসের মধ্যে এই ত্রুটিগুলির সন্ধান মিলেছে। এর মধ্যে চলতি অক্টোবরের প্রথম পাঁচদিনেই প্ল্যাটফর্মটিতে CVE-2022-3318, CVE-2022-3314, CVE-2022-3311, CVE-2022-3309 এবং CVE-2022-3307 নামক ত্রুটি খুঁজে পাওয়া গেছে।

অন্য ব্রাউজারে ত্রুটির সংখ্যা বেশি নাকি কম?

সবচেয়ে বিপজ্জনক ব্রাউজারগুলির যে তালিকা তৈরি হয়েছে, তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মোজিলা ফায়ারফক্স (Mozilla's Firefox); এতে মোট ১১৭টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে মাইক্রোসফ্ট এজ (Microsoft Edge)। এই ব্রাউজারে প্রায় ১০৩টি ত্রুটি খুঁজে পাওয়া গেছে (যা ২০২১ সালের তুলনায় ৬১ শতাংশ বেশি)। আবার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে অ্যাপল (Apple)-এর সাফারি (Safari) ব্রাউজার, যাতে সবচেয়ে কম ত্রুটি রয়েছে।

Tags:    

Similar News