Google Flights: সবচেয়ে সস্তায় বিমানের টিকিট বুক করা যাবে, গুগল আনছে 'চিপেস্ট' ফিচার

Update: 2024-10-17 07:13 GMT

এবার কম খরচে হবে বিমান যাত্রা। সহজেই বিমানের টিকিট বুক করতে পারবেন আপনিও। আসলে Google ফ্লাইট টিকিট বুকিংয়ের জন্য একটি নতুন ফিচার আনছে। এই ফিচারের নাম দেওয়া হয়েছে চিপেস্ট (Cheapest)। এই নতুন ফিচার Google Flight সার্চ অপশনে যুক্ত হবে। এখানে ব্যবহারকারীরা 'বেস্ট' ও 'চিপেস্ট' অপশন দেখতে পাবেন।

কবে থেকে চিপেস্ট ফিচার আসবে Google Flight সার্চ অপশনে

এই সপ্তাহ থেকে গুগল ফ্লাইটে চিপেস্ট ট্যাব যুক্ত হবে বলে জানা গেছে। এর কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ফিচারটি চলে আসবে বলে আমাদের অনুমান। এরফলে ব্যবহারকারীরা খুব কম খরচে বিমানের টিকিট বুক করার সুবিধা পাবেন। কারণ এখানে বিভিন্ন সংস্থার সবচেয়ে সস্তা টিকিট ভাড়াটি দেখা যাবে।

কীভাবে Google Flight এর মাধ্যমে ফ্লাইট টিকিট বুকিং করবেন

* প্রথমে গুগলে যান এবং সার্চ করুন Google Flight।

* এবার এখানে রাউন্ড ট্রিপ নাকি ওয়ান ওয়ে ট্রাভেল করতে চান তা নির্বাচন করুন।

* এরপর ইকোনমি নাকি অন্য ক্লাসে যাতায়াত করতে চান তা বেছে নিন।

* তারপর কোথা থেকে এবং কোথায় যেতে চান তা লিখুন।

* এর নীচে তারিখ নির্বাচন করুন।

* সমস্ত তথ্য লেখার পর 'সার্চ' অপশনে ক্লিক করুন।

* এখন সার্চ রেজাল্টে দুটি অপশন দেখতে পাবেন - 'বেস্ট' ও 'চিপেস্ট'।

* আপনি 'বেস্ট' অপশন চয়ন করলে সেরা কয়েকটি ফ্লাইটের ভাড়া সহ সমস্ত তথ্য দেখতে পাবেন।

* এছাড়া 'চিপেস্ট' অপশনে কেবল সবচেয়ে সস্তা ফ্লাইটটি দেখানো‌ হবে।

* আপনি পছন্দসই ফ্লাইট বেছে‌ নিয়ে টিকিট বুক করতে পারবেন।

জানিয়ে রাখি, আপনি Google Flight পেজ থেকে ফ্লাইট ছাড়াও হোটেল বুকিং করতে পারবেন। এছাড়া দর্শনীয় স্থানে ঘুরতে যেতে পারবেন। পাশাপাশি ছুটির দিনে ভ্রমনের সন্ধান পাবেন।

Tags:    

Similar News