Google Pixel ফোনে থাকবে নয়া চমক, সিরামিক ব্যাক প্যানেল সহ দেওয়া হবে 2K ডিসপ্লে

Update: 2022-08-08 08:58 GMT

গত বছর অক্টোবর মাসে বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল গ্লোবাল মার্কেটে উন্মোচন করে তাদের প্রিমিয়াম রেঞ্জের Google Pixel 6 সিরিজটি। এই লাইনআপটি ডিজাইনের দিক থেকে এক নতুন চমক নিয়ে হাজির হয়, যা এর আগে কোনও ফোনে দেখা যায়নি। Pixel 6 সিরিজের হ্যান্ডসেটগুলি তার ক্যামেরা মডিউলের অভিনব ডিজাইনের জন্য বাজারে বিদ্যমান অন্য যেকোনও স্মার্টফোনের থেকে অনন্য হয়ে ওঠে। এর ভিসারের মতো ক্যামেরা বারটি কেবল নান্দনিকই নয়, বরং এটি Pixel সিরিজকে একটি নতুন পরিচয়ও দিয়েছে। আর এখন শোনা যাচ্ছে যে, গুগল তাদের পরবর্তী প্রজন্মের Pixel ফোনের বাহ্যিক রূপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এই প্রসঙ্গে এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, সংস্থাটি বর্তমানে সিরামিক সামগ্রী থেকে তৈরি একটি নতুন পিক্সেল স্মার্টফোনের ওপর কাজ করছে।

Google-এর নতুন Pixel ফোন আসছে সিরামিক ব্যাকের সাথে

৯টু৫গুগল (9to5Google)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে জানিয়েছেন যে, শীঘ্রই গুগল তাদের একটি নতুন পিক্সেল ফ্ল্যাগশিপ এবং চীনে দীর্ঘদিন ধরে জল্পনায় থাকা পিক্সেল ফোল্ডেবল ফোন নির্মাণের জন্য তাইওয়ান-ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স কন্ট্রাক্ট মানুফ্যাকচারার ফক্সকন (Foxconn)-এর সাথে হাত মেলাতে চলেছে।

প্রসঙ্গত, এটি কিছুটা আশ্চর্যের কেননা ২০২০ সালে গুগল তাদের উৎপাদন কার্যক্রম চীন থেকে ভিয়েতনামে স্থানান্তরিত করেছিল। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, নামবিহীন পিক্সেল ডিভাইসটি সিরামিক সামগ্রী দ্বারা নির্মাণ করা হবে।

জানিয়ে রাখি, Google ইতিমধ্যেই Pixel সিরিজের ফোনগুলিতে প্লাস্টিক, গ্লাস এবং ধাতু ব্যবহার করলেও, এগুলির নির্মাণে এখনও সিরামিক ব্যবহৃত হয়নি। সুতরাং, যদি টিপস্টারের দাবিটি সত্যি হয়, তাহলে শীঘ্রই সিরামিক দ্বারা নির্মিত প্রথম Pixel হ্যান্ডসেটটি জনসমক্ষে আসবে।

সিরামিকের Google Pixel সম্পর্কে অবশ্য এখনই তেমন কিছু জানা যায়নি। কিন্তু টিপস্টার উল্লেখ করেছেন যে এটির সামনে সেলফি ক্যামেরার জন্য কেন্দ্রীয়ভাবে স্থাপিত পাঞ্চ-হোল কাট-আউট সহ ২কে ডিসপ্লে থাকবে। এটি গুগলের টেনসর ২ চিপসেট দ্বারা চালিত হবে, যা আসন্ন Google Pixel 7 স্মার্টফোনেও পাওয়া যাবে।

এছাড়াও, ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি পেরিস্কোপ লেন্স থাকবে বলে জানা গেছে। টিপস্টার একটি ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৭ সেন্সরের কথাও উল্লেখ করেছেন যা টেলিফটো ক্যামেরা হিসেবে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। লঞ্চের পর এই সিরামিক Pixel ফোনটি কীভাবে ফ্ল্যাগশিপ Apple iPhone এবং Samsung Galaxy S22 Ultra মডেলগুলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তাই এখন দেখার।

Tags:    

Similar News