Fake Passport: সতর্কতা জারি করল সরকার, এই 6টি ভুয়ো পাসপোর্ট ওয়েবসাইট থেকে সাবধান

By :  techgup
Update: 2023-02-22 09:43 GMT

বিগত কয়েক বছরে, বিশেষত করোনা মহামারীর আগমনের পর থেকে ভারতে ডিজিটালাইজেশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় অনলাইন প্রতারণার ঘটনাও ব্যাপক হারে বেড়ে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহজসরল সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সাফ করার পাশাপাশি তাদের ব্যক্তিগত তথ্য চুপিসারে হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। এর জন্য অনলাইনে নানাবিধ পরিষেবার সাথে সম্পর্কিত জাল ওয়েবসাইটের এক সুবিশাল ভান্ডার গড়ে উঠেছে। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হল, এই জাল ওয়েবসাইটগুলিকে দেখতে হুবহু আসল ওয়েবসাইটের মতোই। ফলে ইউজারদের মনে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক হচ্ছে না, যার জেরে তারা নিজের অজান্তেই সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন। সম্প্রতি পাসপোর্ট (Passport) পরিষেবা সংক্রান্ত এমনই কিছু ভুয়ো ওয়েবসাইটের নাম প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় সরকার। দেশবাসীকে এই ওয়েবসাইটগুলি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে বেশ কয়েকটি ভুয়ো Passport পরিষেবা প্রদানকারী ওয়েবসাইট

সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত অ্যাডভাইজরিতে বলা হয়েছে যে, বর্তমানে একাধিক ভুয়ো ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের আগমন ঘটেছে, যেগুলি ইউজারদেরকে অতি অনায়াসে পাসপোর্ট পরিষেবা দেওয়ার দাবি করে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, এই জাল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনগুলি অনলাইনে আবেদন ফর্মের ফিলআপ, অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সহ আরও বেশ কয়েকটি জরুরি পরিষেবা প্রদান করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু যেহেতু এগুলি আদতে জাল ওয়েবসাইট এবং অ্যাপ, তাই এগুলি ওপেন করা মাত্রই ইউজারদের ডিভাইসে মজুত থাকা সকল পার্সোনাল ডেটার অ্যাক্সেস পেয়ে যায় হ্যাকাররা। শুধু তাই নয়, এই ধরনের অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে পাসপোর্ট বানিয়ে দেওয়ার নাম করে জালিয়াতরা ব্যবহারকারীদের কাছ থেকে মুঠো মুঠো টাকাও চলতি সময়ে হাতিয়ে নিচ্ছে।

এই ৬ টি ভুয়ো ওয়েবসাইট থেকে সর্বদা দশ হাত দূরে থাকুন

আপনাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের হাতে যে সকল পাসপোর্ট পরিষেবা প্রদানকারী ভুয়ো ওয়েবসাইটের নাম এসেছে, সেগুলি হল

১. www.indiapassport.org

২. www.online-passportindia.com

৩. www.passportindiaportal.in

৪. www.passport-india.in

৫. www.passport-seva.in

৬. www.applypassport.org

স্পষ্টতই দেখা যাচ্ছে যে, এই জাল ওয়েবসাইটগুলির মধ্যে কিছু org ডোমেইন নেমে রেজিস্টার রয়েছে। আবার, কিছু in এক্সটেনশন দিয়ে নিবন্ধিত হয়েছে। এছাড়াও, বেশ কয়েকটি ভুয়ো ওয়েবসাইট .com এক্সটেনশন দিয়ে বাজারে জালিয়াতি করছে। ফলে চোখকান খোলা না রেখে আচমকা কোনো একটি জাল ওয়েবসাইট বা অ্যাপ মারফত সাইবার অপরাধীদের কাছ থেকে পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা গ্রহণ করে ফেললেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে ইউজারদেরকে। তাই বিষয়টি সম্পর্কে সকল দেশবাসীর সতর্ক থাকা একান্ত আবশ্যক। সেজন্য নাগরিকদেরকে সচেতন করতে তড়িঘড়ি সতর্কবার্তা পাঠিয়েছে সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, পাসপোর্ট সংক্রান্ত কোনো পরিষেবা গ্রহণের ক্ষেত্রে ইউজারদের সরকারি পোর্টাল ব্যতীত অন্য কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। তদুপরি, এই ধরনের সার্ভিসের জন্য কোনো অচেনা ব্যক্তিকে অর্থ প্রদান করাও একেবারেই উচিত নয়।

পাসপোর্টের জন্য আবেদনের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট হল www.passportindia.gov.in

আপনাদেরকে জানিয়ে রাখি, পাসপোর্ট পরিষেবা সংক্রান্ত যে-কোনো বিষয়ে আবেদনের জন্য একমাত্র নির্ভরযোগ্য স্থান হল ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.passportindia.gov.in। এই ওয়েবসাইটে স্পষ্টভাবে বলা হয়েছে, সারা দেশের পাসপোর্ট আবেদনকারীদের জন্য পাসপোর্ট সংক্রান্ত সব ধরনের পরিষেবা প্রদানের ক্ষেত্রে এটিই একমাত্র ওয়েবসাইট। এর পাশাপাশি বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs বা MEA) সারা দেশে ৩৬ টি পাসপোর্ট অফিস এবং বিদেশে ১৯০ টি ভারতীয় মিশন এবং পোস্ট নেটওয়ার্কের মাধ্যমে এদেশের নাগরিকদেরকে পাসপোর্ট ইস্যু করার জন্য দায়বদ্ধ।

Tags:    

Similar News