দেশজুড়ে বিভিন্ন ছোট শহরে 10000 ইলেকট্রিক বাস চালাতে চায় কেন্দ্র, দরপত্র ডাকা হবে শীঘ্রই

By :  techgup
Update: 2022-04-29 09:58 GMT

সম্প্রতি সবচেয়ে কম দর হেঁকে কেন্দ্রের কাছ থেকে ৫ হাজার কোটি টাকার ৫,০০০ ইলেকট্রিক বাস সরবরাহের টেন্ডার পেয়েছে টাটা মোটরস (Tata Motors)৷ দেশের পাঁচ মেট্রো শহর - দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, এবং সুরাটের রাস্তায় চলবে বিদ্যুৎচালিত বাসগুলি। তবে এবার বড় শহরের পাশাপাশি ছোট শহরেও বাস নামানোর পরিকল্পনা করছে মোদি সরকারের উপদেষ্টা সংস্থা নীতি আয়োগ (Niti Aayog)।

নীতি আয়োগের উপদেষ্টা শুধেন্দু জে সিনহা একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জানান, কেন্দ্রীয় সরকার শীঘ্রই ১০,০০০ ব্যাটারিচালিত বাসের দরপত্র হাকবে। আসন্ন টেন্ডারটির মাধ্যমে বড় শহরের পর এবার ছোট শহরে ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

শুধেন্দু যোগ করেন, "এ বার (আপকামিং টেন্ডার) আমরা টিয়ার-২ শহর এবং ৯ মিটার থেকে ছোট দৈর্ঘ্যের ইলেকট্রিক বাসের অর্ডার দেওয়া কথা ভাবছি। যদিও টেন্ডার কবে থেকে ডাকা শুরু হবে কিংবা মূল্য কীরকম হবে, সে বিষয়ে কিছু খোলসা করেননি তিনি।

প্রসঙ্গত, এই সপ্তাহে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড পাঁচটি মেট্রো শহরের জন্য ৫,৫৪০টি ইলেকট্রিক বাসের টেন্ডার ডেকেছিল। সেখানে ১২ মিটার লম্বা মাসের জন্য কিলোমিটার পিছু ৪৩.৪৯ টাকা এবং ৯ মিটার বাসের জন্য প্রতি কিলোমিটারে ৩৯.২১ টাকার সর্বনিম্ন দর ওঠে। বাস চার্জ দিতে বিদ্যুৎ খরচও তার মধ্যে অর্ন্তভুক্ত ছিল। ভলভো এবং আয়শার মোটরসের জয়েন্ট ভেঞ্চার এবং অশোক লেল্যান্ডের মতো সংস্থাকে টেক্কা দিয়ে সবচেয়ে কম দর হেকে বরাত হাতে পায় টাটা।

Tags:    

Similar News