দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ ও নারী সুরক্ষায় নজরদারি বাড়াতে পুলিশকে পঞ্চাশটি মোটরবাইক দান করল Hero
সমাজ কল্যাণে বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে বিশ্বের বৃহত্তম টু-হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp)। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সংস্থাটি তাদের ‘Hero WeCare’ নামক এক অভিযানের আওতায় বিভিন্ন সময় দৃষ্টান্তমূলক কাজ করে থাকে। এবারে তারা নারী সুরক্ষা বৃদ্ধিতে গুরুগ্রাম পুলিশের কর্মযোগ্যকে সহজতর করে তুলতে ৫০টি মোটরসাইকেল এবং ১০টি স্কুটার দান করল। রাজ্যের সমাজ বিরোধী মূলক বিভিন্ন কার্যকলাপ বন্ধের লক্ষ্যে প্রতি টহলদারি চালাতেও ওই টু-হুইলারগুলি ব্যবহার করবে উর্দিধারীরা।
এই প্রসঙ্গে গুরুগ্রামের পুলিশ কমিশনার রামাচন্দ্রন বলেন, “আমাদের অফিসারদের টহলদারিতে আরও সুবিধা বাড়ানোর জন্য আমরা হিরো মোটোকর্পের সমর্থনকে ধন্যবাদ জানাই। মোটরসাইকেলগুলি আইনত এলাকার মধ্যে টহলদারীর কাজে ব্যবহৃত হবে। মানুষের সুরক্ষার কাজে বিশেষত নারী সুরক্ষা বৃদ্ধিতে সাহায্য করবে এগুলি। আবার সড়ক সম্পর্কিত বিভিন্ন জরুরী ভিত্তিক পরিস্থিতিতেও অবদান রাখবে টু-হুইলারগুলি।”
অন্যদিকে হিরো মোটোকর্পের কর্পোরেট সোশ্যাল রেস্পনসিবিলিটি এবং কর্পোরেট কমিউনিকেশন প্রধান ভরতেন্দু কবি বলেন, “একজন দায়িত্ববান কর্পোরেট নাগরিক হিসেবে, হিরো মোটোকর্প সমাজের সার্বিক উন্নয়নের প্রতি দায়বদ্ধ। যার মধ্যে নারী সুরক্ষাও রয়েছে।”
কবি যোগ করেন, “জাতীয় এবং আঞ্চলিক ক্ষেত্রে সচেতনতা তৈরি এবং প্রচার করতে আমরা এই বিশেষ ক্ষেত্রগুলির উপর বদ্ধপরিকর। গুরুগ্রাম পুলিশকে এই সমর্থন পরিবেশের সুরক্ষা এবং সমগ্র নাগরিককে বিশেষত মহিলাদের নিরাপত্তা প্রদানে বিশেষভাবে সাহায্য করবে।”