উৎসবের আগে ছন্দে বাইক-স্কুটার বিক্রি, শীর্ষে Hero MotoCorp, বেগ দিচ্ছে Honda-ও
করোনার কোপ এখনও সম্পূর্ণ কাটেনি। তবে ২০২১-এর চাইতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গত বছর তৃতীয় ঢেউয়ের প্রভাবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল দেশের গাড়ি শিল্পে। এক ধাক্কায় বিক্রি তলানিতে নেমে আসে। কিন্তু বছর ঘুরতেই ফের যানবাহনের বিক্রি স্বমহিমায় ফিরতে দেখা যায়। এমনকি এবছরে গাড়ি সংস্থাগুলির ব্যবসা করোনা আসার আগের বছরগুলিকেও হার মানিয়েছে বলে দাবি করা হয়। যেমন আগস্টের বেচাকেনা দেশের প্রায় সকল টু-হুইলার সংস্থার মুখেই কম বেশি হাসি ফুটিয়েছে। আসুন গত মাসে কোন সংস্থার বিক্রিবাটা কেমন ছিল, তা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
Hero MotoCorp
বিশ্বের বৃহত্তম টু-হুইলার কোম্পানি হিরো মোটোকর্প গত মাসে এ দেশে মোটরসাইকেল ও স্কুটার মিলিয়ে মোট ৪,৫০,৭৪০টি মডেল বিক্রি করেছে। তুলনা স্বরূপ গত বছরের একই সময়ে তাদের বেচাকেনার পরিমাণ ছিল ৪,৩১,১৩৭ ইউনিট। ফলে এবারে তাদের বিক্রিতে ৪.৫% উত্থান ঘটতে দেখা গেছে। আবার জুলাই, ২০২২-এ মোট ৪,৩০,৬৮৪টি মডেল বিক্রি করতে সক্ষম হয়েছিল হিরো। ফলে আগস্টে মান্থ-অন-মান্থ অগ্রগতি ৪.৬%।
Honda
গত মাসে ৪,২৩,২১৬ ইউনিট বাইক এবং স্কুটার বেচেছে হোন্ডা। গত বছর একই সময়ে তাদের বিক্রি হয়েছিল ৪,০১,৪৮০ ইউনিট। ফলে বিক্রিবাটা ৫.৪ শতাংশ বেড়েছে। আবার জুলাইয়ের থেকে আগস্টে ২০,৫১৫ ইউনিট বেশি বিক্রি করেছে তারা।
TVS Motor Company
দেশীয় দু'চাকা গাড়ি সংস্থা টিভিএস মোটর গত মাসে মোট ৩,১৫,৫৩৯ জন নতুন গ্রাহকের মুখ দেখেছে। আগের বছর আগস্টে ২,৭৪,৩১৩ ইউনিট টু-হুইলার বিক্রি হওয়ায় এবারে ব্যবসা বৃদ্ধির হার ছিল ১৫%। তবে এবারের জুলাইয়ে বেচাকেনার পরিমাণ ছিল অনেকটাই কম, যা ২,০১,৯৪২। ফলে আগস্টে ব্যবসা ৫৬.২% বৃদ্ধি ঘটেছে।
Bajaj Auto
স্কুটার ও মোটরসাইকেলের বিক্রিতে পিছিয়ে নেই পালসার নির্মাতা বাজাজ অটো। এবারের আগস্টে সংস্থার ২,৩৩,৮৩৮টি টু-হুইলার নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। ২০২১-এর ওই সময়ে বাজাজ ১,৫৭,৯৭১ জন গ্রাহকের হাতে টু-হুইলারের চাবি তুলে দিতে পেরেছিল। ফলে এবারে ব্যবসায় ৪৮ শতাংশ উন্নতি ঘটেছে। আবার জুলাইয়ের চাইতে আগস্টে বিক্রি ছিল ৪২.২% বেশি। কারণ সে মাসে সংস্থার বেচাকেনার পরিমাণ ছিল ১,৬৪,৩৮৪।
Suzuki
গত মাসে ভারতে মোট ৬৪,৬৫৪টি দু’চাকার গাড়ি বিক্রির মাধ্যমে তালিকার চতুর্থ স্থান দখল করেছে সুজুকি। আগের বছর এই মাসে ৬১,৮০৯ ইউনিট স্কুটার ও বাইক বিক্রি হওয়ায় এবারে ব্যবসা বৃদ্ধির পরিমাণ ছিল ৪.৬%। আবার জুলাইয়ের (৬০,৮৯২ ইউনিট) চাইতেও আগস্টে ৬.২% বিক্রি বাড়তে দেখা গিয়েছে।
Royal Enfield
তালিকার সর্বশেষ স্থানের দখলদার ক্লাসিক বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড। আগস্ট, ২০২২-এ তাদের বেচাকেনার পরিমাণ ছিল ৬২,২৩৬। গত বছর ওই সময়ের (৩৮,৫৭২) চাইতে যা ৬১.৪% বেশি। এবারের জুলাইয়ে Classic 350-র নিমার্তা মোট ৪৬,৫২৯ ইউনিট ক্রুজার বাইক বিক্রি করতে পেরেছিল। তাই জুলাইয়ের নিরিখে আগস্টে ৩৩.৮% বিক্রি বৃদ্ধি পেতে দেখা গিয়েছে।