Splendor থেকে শুরু করে প্রতিটি বাইকের মূল্য বাড়াল Hero, জেনে নিন নতুন দাম

By :  SUMAN
Update: 2022-12-14 17:33 GMT

ভারত তথা বিশ্বের বিশ্বের বৃহত্তম টু-হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের বেশিরভাগ মডেলের দাম বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছে। যা এই মাস থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে। দরবৃদ্ধির জন্য সংস্থাটি কাঁচামালের খরচ মাথাচাড়া দেওয়াকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সংস্থার কমিউটার মোটরসাইকেলের নতুন দামের তালিকা এবার সামনে এসেছে। যেখানে কিছু মডেলের দাম যেমন বেড়েছে, তেমনই কয়েকটি ক্ষেত্রে কমতেও দেখা গেছে। আবার কিছু ভ্যারিয়েন্টের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন মূল্য তালিকা (এক্স-শোরুম) (এক্স-শোরুম)।

Hero HF 100 ও HF Deluxe

HF 100 মডেলের কিক স্টার্ট ভ্যারিয়েন্টটি দাম ১,২০০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে ৫৬,৯৬৮ টাকা। অন্যদিকে Hero HF Deluxe-এর ইএস অ্যালয় হুইল, ইএস অ্যালয় হুইল আই৩এস ও ইএস অ্যালয় হুইল অল ব্ল্যাক – এই মডেল তিনটির দাম ১,২০০ টাকা বেড়ে এখন যথাক্রমে ৬৫,৬৮৩ টাকা, ৬৭,১৩৮ টাকা ও ৬৬,৪৩৮ টাকা হয়েছে। আবার কেএস অ্যালয় হুইল ভ্যারিয়েন্টের মূল্য ৩১৮ টাকা কমতে দেখা গেছে।

Hero Splendor Plus

স্প্লেন্ডার প্লাসের ইএস অ্যালয় হুইল, ইএস অ্যালয় হুইল আই৩এস, ম্যাট শিল্ড গোল্ড এবং XTEC ভ্যারিয়েন্টগুলির মূল্য ৯০০ টাকা করে বৃদ্ধির ফলে বর্তমানে এদের দাম হয়েছে যথাক্রমে ৭২,০৭৬ টাকা, ৭৩,৩৯৬ টাকা, ৭৪,৩৯৬ টাকা ও ৭৬,৩৪৬ টাকা। তবে এর ব্ল্যাক অ্যান্ড অ্যাক্সেন্ট মডেলটির মূল্য বাড়েনি, আগের মতই ৭২,৪৯৬ টাকা রয়েছে।

Hero Passion Pro

হিরো প্যাসান প্রো মোট চারটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। তবে এদের মধ্যে কেবল XTEC Drum-এর দাম ৯০০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি কিনতে ৭৭,৩৫৮ টাকা খরচ পড়বে। বাকি ড্রাম, ডিস্ক ও XTEC Disc-এর মূল্য অপরিবর্তিত রয়েছে। এদের দাম যথাক্রমে ৭৪,৪০৮ টাকা, ৭৭,৪০৮ টাকা ও ৮০,৮৫৮ টাকা।

Hero Super Splendor

হিরো সুপার স্প্লেন্ডার-এর ক্যানভাস ব্ল্যাক এডিশন ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্ট যথাক্রমে ১,২০০ টাকা মহার্ঘ হয়েছে। এদের এখন দাম যথাক্রমে ৭৯,৩৪৮ টাকা, ও ৮৩,০১৮ টাকা। অন্যদিকে ক্যানভাস ব্ল্যাক এডিশন ডিস্কের দাম ১,৪৩০ টাকা বৃদ্ধির পর নতুন মূল্য হয়েছে ৮৩,২৪৮ টাকা। তবে ড্রাম ভ্যারিয়েন্টের দাম আগের মতই ৭৭,৯১৮ টাকা রয়েছে।

Hero Glamour

হিরো গ্ল্যামার-এর ইএস ড্রাম এবং ইএস ডিস্ক এর মূল্য বাড়ানো হয়নি। আগের মতই ৭৮,০১৮ টাকা ও ৮২,০১৮ টাকা রয়েছে। অন্যদিকে ক্যানভাস ড্রাম, ক্যানভাস ব্ল্যাক অ্যান্ড অ্যাক্সেন্ট ড্রাম, ক্যানভাস ডিস্ক, ও ক্যানভাস ব্ল্যাক অ্যান্ড অ্যাক্সেন্ট ডিস্ক – ট্রিমগুলির মূল্য ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। এদের নতুন দাম যথাক্রমে ৮০,৬৩৮ টাকা, ৮০,৬৩৮ টাকা, ৮৪,৬৩৮ টাকা ও ৮৪,৬৩৮ টাকা। আবার XTEC Drum ও Disc-এর মূল্য যথাক্রমে ১,২৯৪ টাকা ও ১,১৯৪ টাকা বাড়ার ফলে ৮৬,১৩২ টাকা ও ৯০,৬৩২ টাকা হয়েছে।

Tags:    

Similar News