Bajaj Pulsar এর চাহিদা তুঙ্গে, Apache-কেও পিছনে ফেলল, দেখুন কোন মডেল বেশি কিনছে মানুষ

By :  SUMAN
Update: 2022-10-20 07:12 GMT

ভারতে সেপ্টেম্বরে সর্বাধিক বিক্রিত প্রথম দশটি টু-হুইলারের তালিকা প্রকাশিত হল। যেখানে প্রতিবারের ন্যায় এবারের চিত্রটিও একই। দেশের মধ্যে সর্বাধিক বিক্রিত টু-হুইলারের শীর্ষস্থান নিজের দখলে রেখেছে কমিউটার মোটরসাইকেল Hero Splendor। গত মাসে এটি মোট ২,৯০,৬৪৯ জন নতুন ক্রেতার হদিশ পেয়েছে। তুলনাস্বরূপ গত বছর সেপ্টেম্বরে স্প্লেন্ডারের বিক্রির সংখ্যা ছিল ২,৭৭,২৯৬ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ৪.৮ শতাংশ উত্থান ঘটেছে। অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থান তথা দেশের সর্বাধিক বিক্রিত স্কুটার Honda Activa।

গত মাসে বেস্ট-সেলিং স্কুটার হিসেবে Activa মোট নতুন ২,৪৫,৬০৭ গ্রাহকের ঠিকানা পেয়েছে। আগের বছরের ওই সময়ের চাইতে এবারে মাত্র ২৫৫ ইউনিট বেশি বিক্রি হয়েছে। তৃতীয় স্থানটি আদায় করেছে Honda CB Shine। গত মাসে হোন্ডার সর্বাধিক জনপ্রিয় কমিউটার বাইকটির ১,৪৫,১৯৩ ইউনিট বিক্রি হয়েছে। চার নম্বরে রয়েছে Bajaj Pulsar সিরিজের বাইকগুলি। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় গত মাসে বিক্রি ৮১.১ শতাংশ বেড়েছে। তালিকায় যা সর্বোচ্চ। সেপ্টেম্বরে মোট ১,০৫,০০৩টি পালসারের চাবি নতুন ক্রেতার হাতে তুলে দিয়েছে Bajaj।

এদিকে Hero HF Deluxe তালিকার পঞ্চম স্থানে জায়গা পেলেও গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এবারে বিক্রি অনেকটাই হ্রাস পেয়েছে। ২০২১-এর সেপ্টেম্বরে ১,৩৪,৫৩৯টি মডেল বিক্রি হয়েছিল। সে জায়গায় গত মাসে এর বেচাকেনার পরিমাণ ছিল ৯৩,৫৯৬। এরপর তালিকায় স্থান অর্জন করেছে TVS Jupiter। গত মাসে স্কুটারটি মোট ৮২,৩৯৪ জন নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে।

সপ্তম স্থানের দখলদার Bajaj Platina। পালসার বাদে এটি বাজাজের দ্বিতীয় মডেল যেটি তালিকার প্রথম দশে মাথা গলাতে পেরেছে। গত মাসে এর বেচাকেনার পরিমাণ ছিল ৭৩,৩৫৪। তারিখের আট নম্বরে রয়েছে মোপেড মডেল TVS XL100। সেপ্টেম্বরে এটি মোট ৪৭,৬১৩ জন নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Suzuki Access ও TVS Apache। আগের মাসে এদের বেচাকেনার সংখ্যা ছিল যথাক্রমে ৪৬,৮৫১ ও ৪২,৯৫৪।

Tags:    

Similar News