নতুন ইঞ্জিনের সাথে Honda Airblade 160 স্কুটার লঞ্চ হল, Yamaha Aerox-এর চেয়েও পাওয়ারফুল

By :  techgup
Update: 2022-05-26 07:38 GMT

ষষ্ঠ-প্রজন্মের Airblade স্কুটার লঞ্চ করল Honda। গুরুত্বপূর্ণ আপডেটের সাথে ভিয়েতনামের বাজারে সেটি নিয়ে এসেছে তারা। Honda Airblade স্কুটারের নতুন মডেলের সবচেয়ে বড় পরিবর্তন তার পারফরম্যান্সে। পুরনো ১৫০ সিসি ইঞ্জিন বদলে ফেলে তার জায়গায় হোন্ডার Varia-এর ১৬০ সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। যা Yamaha-র জনপ্রিয় Aerox 155 ম্যাক্সি স্কুটারের চেয়েও ক্ষমতাশালী (০.২ পিএস ও ০.৩ এনএম)‌।

Honda Airblade 160-এর ডিজাইনে পরিবর্তন সামান্যই‌‌। এতে স্পোর্টি ফ্রন্ট বাম্পার রয়েছে। বডিওয়ার্কে স্লিক লাইন লক্ষ্য করা যায়। সামনের দিকের সঙ্গে Honda PCX-এর সাদৃশ্য রয়েছে। হোন্ডার দাবি, পুরনো চ্যাসিস নতুন ফ্রেম দিয়ে ডিজাইন করেছে তারা। নতুন চ্যাসিস হালকা হওয়ার পাশাপাশি বুট স্টোরেজের পরিমাণ বাড়িয়েছে। Honda Airblade 160-এর আন্ডারসিট স্টোরেজের ক্যাপাসিটি ২২.৭ লিটার থেকে বেড়ে হয়েছে ২৩.২ লিটার। এতে দু'টো হাফ স্টোরেজ হেলমেট সহজেই ধরে যাবে। আবার সেখানে আলো এবং মোবাইল ফোন চার্জিংয়ের জন্য পোর্টের ব্যবস্থাও রেখেছে হোন্ডা।

হোন্ডা এয়ারব্লেড ১৬০ সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডিস্ক ব্রেকযুক্ত চাকার সঙ্গে এসেছে। স্মার্ট ফিচারগুলির মধ্যে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং স্মার্ট কী উল্লেখযোগ্য। এর নতুন ১৫৬.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ১৫.২ বিএইচপি ক্ষমতা এবং ১৪.২ এনএম টর্ক পাওয়া যাবে। পুরানো প্রজন্মের তুলনায় ২ বিএইচপি বেশি। নতুন ফ্রেম পাওয়ার ফলে দু'চাকা গাড়িটি এখন আকার-আয়তনে ১৮৯০ x ৬৮৬ x ১,১১৬ মিমি। হুইলবেস ১২৮৬ মিমি এবং সিটের উচ্চতা ৭৭৫ মিমি। ওজন ১১৪ কেজি।

ভিয়েতনামে হোন্ডা এয়ারব্লেড ১৬০-এর নতুন সংস্করণের মূল্য ৫৫,৯৯০,০০০ ভিয়েতনামি ডং রাখা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৮৭ লক্ষ টাকার সমান। ক্ষমতা অনুযায়ী এ দাম অবশ্য বেশি। তবে স্কুটারটির নজরকাড়া ডিজাইন সাড়া ফেলবে বলেই আশা করা যায়। ভারতে এয়ারব্লেড ১৬০ লঞ্চ করার পরিকল্পনা আছে কিনা, সে বিষয়ে হোন্ডা এখনও কিছু জানায়নি।

Tags:    

Similar News