Honda দুর্দান্ত মোটরসাইকেলের সম্ভার নিয়ে নতুন শোরুম খুলল

By :  techgup
Update: 2022-10-22 15:03 GMT

প্রিমিয়াম বাইক বিক্রির জন্য ভারতে আলাদা করে এক্সক্লুসিভ বিগউইং (BigWing) ডিলারশিপ খুলেছিল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। ইদানিং দেশজুড়ে এই ধরনের স্টোরের সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে তারা। সম্প্রতি হায়দরাবাদে খোলা হয়েছিল ওই শোরুম। এবার নতুন দিল্লিতেও বিগউইং ডিলারশিপের উদ্বোধন করল হোন্ডা।

দিল্লিতে নতুন বিগউইং স্টোরটি লাজপত নগরে অবস্থিত। এটির দ্বার উন্মুক্ত করার ফলে এখন ভারতে একশোর বেশি বিগউইং টাচপয়েন্ট থেকে হোন্ডার বড় মোটরসাইকেল খরিদ করতে পারবেন ক্রেতারা। শোরুমটির উদ্বোধনে গিয়ে এইচএমএসআই এর ম্যানেজিং ডিরেক্টর এবং প্রেসিডেন্ট আতুসুশি ওগাতা বলেন, আমাদের বর্তমান লক্ষ্য, হোন্ডার বিগউইং ডিলারশিপের উপস্থিতি দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া।"

তিনি যোগ করেন, "আমরা নতুন দিল্লির লাজপত নগরে বিগউইং শোরুম উদ্বোধন করে আনন্দিত। এই নতুন প্রিমিয়াম আউটলেটের মাধ্যমে আমরা এখানে হোন্ডার মজাদার মোটরসাইকেলগুলিকে গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্দেশ্য রাখছি। তাদেরকে আমরা মিড-সাইজ প্রিমিয়াম মোটরসাইকেলের দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার আশা করছি।"

প্রসঙ্গত, কয়েক দিন আগে দিল্লিতে জৈব জ্বালানির উপর অনুষ্ঠিত এক আর্ন্তজাতিক আলোচনাসভায় ভারতে ২০২৪-এর শেষের দিকে একটি ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা জানিয়েছেন আতুসুশি। সেটি কোন মডেলের তা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে সেটি যে কমিউটার বাইক হবে, তা আগেই নিশ্চিত করেছে সংস্থা। এই বাইক পেট্রোলের পাশাপাশি বা ইথানলের মতো জৈব জ্বালানি অথবা পেট্রোল ও ইথানলের মিশ্রণে দৌড়তে সক্ষম।

Tags:    

Similar News