পুজোর পরেও নতুন দু'চাকা কেনার হিড়িক, Honda-র বাইক-স্কুটার বিক্রি 38% বাড়ল
নতুন মাসের শুরুতেই পূর্ববর্তী মাসের বিক্রিবাট্টার পরিসংখ্যান প্রকাশ করে বিভিন্ন বাইক ও গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি। জাপানি বাইক নির্মাতা হোন্ডার পক্ষ থেকেও তেমনিই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করা হয়েছে গত মাসে তাদের মোট দু'চাকা গাড়ি বিক্রি হয়েছে ৩,৭৩,২২১ ইউনিট। যেখানে ২০২১ সালের নভেম্বরে তাদের বিক্রি হয়েছিল ২,৮০,৩৮১ ইউনিট। পরপর দুই বছরের একই সময়ে নিরিখে সংস্থার ব্যবসায় জোয়ার এসেছে ৩৩.১১%।
যদিও এই সাফল্যে মুদ্রার একপিঠ হলেও অন্য পিঠে রয়েছে খানিক সংশয়। কারণ চলতি বছরের নভেম্বরে বিক্রি বাড়লেও তা এখনো পর্যন্ত ২০২০ সালের নভেম্বরের তুলনায় যথেষ্ট কম। করোনা অতিমারির বাড়বাড়ন্ত থাকা সত্ত্বেও সে বছরের নভেম্বর মাসে তাদের নতুন ৪,১২,৬৪২টি মোটরসাইকেল এবং স্কুটার বাড়ি নিয়ে গিয়েছিলেন গ্রাহকরা।
তবে ২০২১ সাল পেরিয়ে এই বছরে আবারও ব্যবসার উন্নতিতে যথেষ্ট আশাবাদী হোন্ডা মোটর এন্ড স্কুটার ইন্ডিয়ার(HMSI) ম্যানেজিং ডিরেক্টর ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আতুসি ওগাটা। তিনি বলেন,"চলতি বছরের ফেস্টিভ সিজনে সাফল্যের পর সমগ্র ভারতবর্ষ জুড়েই যথেষ্ট চাহিদা বেড়েছে হোল্ডার তৈরি দু-চাকার। এই মুহূর্তে শহর ও শহরতলীতে বহু সংখ্যক অফিস ও প্রতিষ্ঠান চালু হওয়ায় সেখানে মানুষজনের প্রতিদিনের যাওয়া আসার জন্য টু-হুইলার এর চাহিদা অনেকটাই বেড়েছে।
তিনি যোগ করেন, এই মুহূর্তে এই শিল্প যথেষ্ট উন্নতির দিকে ধাবিত হচ্ছে এবং আমরা আমাদের গ্রাহকদের চাহিদা পূরণের জন্য সব সময় সতর্ক। গ্রাহকদের আরো বেশি সুবিধা দিতে আমরা প্রতিমুহূর্তে সমগ্র ভারতবর্ষ জুড়েই নতুন আউটলেট খোলার মাধ্যমে সার্ভিস নেটওয়ার্কের প্রসার ঘটানোর চেষ্টা করে চলেছি।"
এদিকে ভারতের বাজারে বাজারে নভেম্বরে মোট ৩,৫৩,৫৪০টি বাইক ও স্কুটার বিক্রি করতে পেরেছে হোন্ডা। ২০২১-এ নভেম্বরে এক্ষেত্রে তাদের বিক্রির সংখ্যা ছিল ২,৫৬,১৭৪ ইউনিট। সে ক্ষেত্রে তাদের ব্যবসায় উন্নতি হয়েছে ৩৮ শতাংশ। এত আলোর আলোর রোশনাইয়ের মধ্যেও রপ্তানিকৃত টু-হুইলারের সংখ্যায় ভাটা পড়েছে যথেষ্ট। নভেম্বরে তাদের ১৯,৬৮১ টি টু-হুইলার বিদেশে রপ্তানি হয়েছে। ২০২১-এর একই সময়ের তুলনায় ৪,৫৩০ ইউনিট কম। উল্লেখ্য, সম্প্রতি দিল্লি ও কর্ণাটকে প্রিমিয়াম মোটরসাইকেলের নতুন শোরুম খুলেছে হোন্ডা।