পুজোর মরসুমে দুরন্ত গতিতে ছুটছে Honda, স্কুটার ও মোটরসাইকেলের বিক্রি বাড়ছে লাফিয়ে লাফিয়ে
রিফাইন্ড ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স প্রদানকারী ইঞ্জিনযুক্ত বাইক বানিয়ে বরাবরই সুখ্যাতি রয়েছে হোন্ডা (Honda)-র। তাই সর্বদাই দেশের প্রথম সারির টু-হুইলার নির্মাতাদের তালিকায় নাম করে নিয়েছে জাপানের এই সংস্থা। সদ্য প্রকাশ পেয়েছে হোন্ডার গত মাসের বিক্রির হিসাব নিকাশ। আর এই পরিসংখ্যানেই স্পষ্ট তাদের উন্নতির হার। গত মাসে দেশীয় ও এক্সপোর্ট মার্কেট মিলিয়ে ৫,১৮,৫৫৯টি মোটরসাইকেল ও স্কুটার বেচতে পেরেছে তারা। গত বছরের সেপ্টেম্বর মাসে এই সংখ্যাটি ছিল ৪,৮১,৯০৮ ইউনিট। অর্থাৎ এই ২০২১-এর ওই সময়ের তুলনায় গত মাসে বিক্রি বাট্টা বৃদ্ধির হার ৭.৬%।
এবার সংস্থার দেশীয় বাজারে বিক্রির পরিসংখ্যানে আলোকপাত করলে দেখা যাবে যে এক্ষেত্রেও তাদের উন্নতির ধারা অব্যাহত। গত বছরের সেপ্টেম্বর মাসে হোন্ডা মোট ৪,৬৩,৬৮৩ ইউনিট দুই চাকা ভারতের বাজারে বেচতে পেরেছিল। আর আর গত মাসে বেড়ে হয়েছে ৪,৮৮,৯২৪ ইউনিট। অর্থাৎ তাদের বেচাকেনায় জোয়ার এসেছে ৫.৪৪%।
এমনকি পিছিয়ে নেই বিদেশে পাড়ি দেওয়ার রেকর্ডও। গতবছরে সেপ্টেম্বরে তাদের ১৮,২২৫ টি দুই চাকার মডেল বিদেশে পাড়ি দিলেও চলতি বছরের সেপ্টেম্বরে রপ্তানি হওয়া টু হুইলারের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৬৩৫ ইউনিট। উৎসবের মরশুমে সংস্থার এই বিক্রির ধারা বজায় থাকবে বলে তাদের আশা। এমনকি এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী সংস্থার বর্তমান ডিরেক্টর, প্রেসিডেন্ট ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আতসুশি ওগাটা। তার কথায়, "আমাদের সমস্ত ডিলারের কাছে এই উৎসবের মরশুমে বহু সংখ্যক গ্রাহক ভিড় জমাচ্ছেন নতুন টু-হুইলার কেনার আগ্রহ নিয়ে"।
উপরন্তু, বিগত আগস্ট মাসের ক্ষেত্রেও লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল তাদের ব্যবসা। ২০২১ সালের আগস্ট মাসে ৪,৩১,৫৯৪ ইউনিট দুই চাকার মডেল বিক্রি করতে পারলেও ২০২২ সালের আগস্টে সেই সংখ্যাটি বেড়ে হয়েছে ৪,৬২,৫২৩ ইউনিট। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই হোন্ডার সৌজন্যে নতুন স্ট্রিট ফাইটার CB300F আত্মপ্রকাশ করেছে ভারতীয় বাজারে। বর্তমানে সংস্থার প্রিমিয়াম শোরুম BigWing আউটলেট থেকে মিলবে এটি। এর পাশাপাশি বেশ কয়েকটি মডেলের স্পেশাল এডিশনও লঞ্চ করা হয়েছে।
Activa তে যুক্ত হয়েছে প্রিমিয়াম এডিশন, Dio স্কুটারটির ক্ষেত্রে এসেছে স্পোর্টস এডিশন আর Shine এর ক্ষেত্রে যুক্ত হয়েছে সেলিব্রেশন এডিশন। তাছাড়াও এই মুহূর্তে বিগ উইং ডিলারের সংখ্যা বাড়াতে তৎপর হয়েছে হোন্ডা মোটরস। গত আগস্ট মাসেই নতুন দুটি এরূপ ডিলারশিপ চালু করেছে তারা। প্রথমটি মহারাষ্ট্রের অন্তর্গত মিরা ভায়ান্ডারে, আর দ্বিতীয়টি উত্তরপ্রদেশের আজমগড়ে।