ক্যামেরায় বিশ্বসেরা! আইফোনের টেনশন বাড়িয়ে শুক্রবার ভারতে লঞ্চ হচ্ছে Honor Magic 6 Pro

By :  techgup
Update: 2024-07-30 13:15 GMT

অনার ভারতে একটি দুর্ধর্ষ ফোন নিয়ে হাজির হচ্ছে৷ অনার ২০০ সিরিজ লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। এবার অনার ম্যাজিক ৬ প্রো লঞ্চের ঘোষণা করল সংস্থা। এটি একটি হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা চীনে আগেই লঞ্চ হয়ে গিয়েছে। বিশ্বের প্রথম ১৮০ মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা রয়েছে ফোনটিতে। এছাড়াও, এটি ফটোগ্রাফি, ডিসপ্লে কোয়ালিটি, ও পারফরম্যান্সে নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করবে বলে দাবি করা হয়েছে।।

অনার ম্যাজিক ৬ প্রো ভারতে লঞ্চ হবে আগামী ২রা আগস্ট। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে বলে নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটিতে ৬.৮ ইঞ্চি কার্ভড ওলেড ডিসপ্লে আছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লেটি ডলবি ভিশন সাপোর্ট করে। ফলে ছবি হয়ে উঠবে প্রাণবন্ত।

ফোনটির অভ্যন্তরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর বর্তমান, যা ১৬ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত। ৫,৬০০ এনএএইচ ব্যাটারি একে শক্তি জোগায়, যা ৮০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং ও ৬৬ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অনার ম্যাজিক ৬ প্রো ৩৯ মিনিটেই পুরো চার্জ হয়ে যেতে পারে।

এবার আসি ক্যামেরার প্রসঙ্গে যা ফোনটির ইউএসপি। অনার ম্যাজিক সিরিজের এই মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ডাইনামিক প্রাইমারি ক্যামেরা, ১০০x হাইব্রিড জুম সহ একটি ১৮০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

Tags:    

Similar News