13 জিবি র‍্যামের ট্যাবলেট আনছে Honor, ফ্রি কভার সহ ভারতে লঞ্চ হবে শীঘ্রই

Update: 2024-07-15 14:45 GMT

অনারের সদ্য প্রকাশিত অনার প্যাড এক্স৯ ট্যাবলেটটি ভারতে একটি নতুন ভ্যারিয়েন্টের সাথে আসতে চলেছে। পূর্বে লঞ্চ হওয়া অনার প্যাড এক্স৯ এখন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের পাশাপাশি একটি আপগ্রেড করা ৮ জিবি র‍্যাম সংস্করণের সাথে উপলব্ধ হবে। এছাড়া, নয়া মডেলে ৫ জিবি এক্সটেন্টেড র‍্যামও সাপোর্টও মিলবে। এটি আইকিউ ব্র্যান্ডের অনুরূপ স্ট্র্যাটিজিকে অনুসরণ করে, যা সম্প্রতি আইকো প্যাড ২ প্রো ট্যাবের একটি ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সংস্করণ উন্মোচন করেছে।

অনার প্যাড এক্স৯ ট্যাবলেটের নতুন র‍্যাম অপশন আসছে ভারতের বাজারে

অনার প্যাড এক্স৯ ট্যাবের আসন্ন ৮ র‍্যাম ভ্যারিয়েন্টটিকে অ্যামাজন ইন্ডিয়ার পেজে একটি ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বর্তমানে মসৃণ ইউজার এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে যেকোনও অ্যান্ড্রয়েড ডিভাইস আদর্শভাবে ন্যূনতম ৮ জিবি র‍্যামের সাথে আসে। তাই, অনার প্যাড এক্স৯ ট্যাবের নতুন ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট ৪ জিবি র‍্যাম অপশনের তুলনায় অনেক বেশি স্মুথ কাজ করবে। এছাড়াও, অনার প্রচার করছে যে নতুন ট্যাবলেটে ৫ জিবি এক্সটেন্টেডের র‍্যাম থাকবে।

বর্তমানে, অনার প্যাড এক্স৯ ট্যাবের ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি অ্যামাজন ইন্ডিয়ার সাইটে ১৪,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে। ট্যাবলেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলে এবং এতে ৪০০ নিটের পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ সহ ১১.৫ ইঞ্চির ২কে ডিসপ্লে রয়েছে৷ এটিতে ৭,২৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ট্যাবটিকে দৈনন্দিন সাধারণ কাজের জন্য যথেষ্ট শক্তিশালী করে তোলে। নতুন ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম এখনও ঘোষণা করা হয়নি।

Tags:    

Similar News