ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? ঘরে আনুন এই AC, খরচ হবে অর্ধেক
AC buying tips: এবারের গ্রীষ্মে প্রায় গোটা দেশেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ওপরে ঘোরাফেরা করছে। প্রচণ্ড গরমে জেরবার হচ্ছেন সকলেই, এদিকে বাড়ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফ্যান, এসি (AC), এয়ার কুলার জাতীয় অ্যাপ্লায়েন্স কেনার ধুম। তবে শুধু এই ২০২৩-এ নয়, প্রতি বছরই গরমের মরসুম এলে একটু স্বস্তি-শান্তি পেতে সবাই এসি কেনার দিকে ঝোঁকেন। কিন্তু এই ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সটির দাম বেশি হওয়ায় বেধে যায় গোল! আসলে বাড়ির জন্য এয়ার কন্ডিশনার কিনতে গিয়ে অনেকেই কিছু ভুল করে বসেন – বিশেষ করে সস্তা দাম দেখে এগিয়ে তারপর আফসোস করতে হয় বছরের পর বছর। আবার এসি চালিয়ে চড়া হারে বিদ্যুৎ বিল আসাটাও একটা সমস্যা। তবে এই প্রসঙ্গে আজ আমরা বিশেষ কয়েকটি কথা বলব, যা এসি কেনার সময় মাথায় রাখলে পস্তাতে হবেনা।
AC কিনবেন? এই বিষয়গুলি মাথায় রাখুন
১. স্টার রেটিং: একটি এসির জন্য স্টার রেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বা বিইই (BEE) ইলেকট্রনিক্স ডিভাইস এবং অ্যাপ্লায়েন্সগুলিকে তাদের শক্তি সাশ্রয়ের ক্ষমতা অনুযায়ী স্টার রেটিং দেয়। এর মধ্যে ১ স্টার রেটিংয়ের প্রোডাক্টগুলির দাম কম হলেও, এদের পরিষেবা ভালো নয়। তাই আপনি যদি এসি কিনতে চান তাহলে ১ স্টার বা কম রেটিংয়ের বদলে ৫ তারা (5 Star) মডেল বেছে নেওয়ার চেষ্টা করুন। নাহলে আপনার অনেক বেশি বিদ্যুৎ শক্তি খরচ হবে এবং মোটা টাকা বিল দিতে হবে।
২. ইনভার্টার এসি: এয়ার কন্ডিশনার কিনতে হলে সবসময় ইনভার্টার এসি বেছে নেওয়া উচিত, কারণ এই ধরণের এসি কম্প্রেসার ভ্যারিয়েবল স্পিডে চলে। এতে কম শক্তি খরচ হয়, পাশাপাশি এরকম এসি চালালে আওয়াজও কম হয়। এছাড়াও, ইনভার্টার এসি, অন্যান্য এসির তুলনায় বেশি শীতলতা দেয়।
৩. ফিচার, রিভিউ: এসি কেনার আগে একটি মডেল সম্পর্কে ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। নিজের বাজেট ঠিক করে সেই টাকায় কী কী এসি আছে এবং সেগুলির কুলিং ক্যাপাসিটি, ফিল্টার, মোড ইত্যাদি দেখে নেওয়া দরকার। অন্যদিকে কোনো এসির ইউজার রিভিউ চেক করে নিলে সেটি ভালো নাকি খারাপ, তার ধারণা মিলবে।