WhatsApp Pay ব্যবহার করেন? কীভাবে UPI PIN পরিবর্তন করবেন জেনে নিন
Meta গ্রুপের মালিকানাধীন WhatsApp বর্তমানে ইউপিআই (UPI) ভিত্তিক অর্থ আদান-প্রদানের সুবিধা প্রদান করে থাকে। এভাবে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম PhonePe, Google Pay এবং Paytm -এর মতো সংস্থার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। WhatsApp Payments ব্যবহার করে আগ্রহীরা অ্যাপের যোগাযোগ তালিকায় থাকা বন্ধু, আত্মীয় ও পরিচিতজনদের সঙ্গে অবাধে অর্থ আদান-প্রদান করতে পারবেন যা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ফিচার।
প্রসঙ্গত জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ পেমেন্টস বিগত ২০২০ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) -এর তরফে স্বীকৃতি লাভ করে। এরপর থেকেই হোয়াটসঅ্যাপ ধাপে ধাপে তাদের এই ফিচারটি গ্রাহকদের জন্য রোলআউট করেছে।
হোয়াটসঅ্যাপের পেমেন্টস ফিচার ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রতি ক্ষেত্রে একটি ৪-৬ ডিজিটের ইউপিআই (UPI) পিন প্রদান জরুরি। অন্যান্য ইউপিআই ভিত্তিক পেমেন্ট অ্যাপেও এই একই পদ্ধতিতে অর্থের আদান-প্রদান করা হয়। তবে সেই সব অ্যাপ্লিকেশনের তুলনায় হোয়াটসঅ্যাপে অর্থ লেনদেনের সুবিধা নতুন হওয়ায় কোনওভাবে এর ইউপিআই পিন ভুলে গেলে অথবা নতুন ইউপিআই পিনের জন্য আবেদনের ক্ষেত্রে ঠিক কি করা উচিত, সে সম্পর্কে বহু ব্যবহারকারী অবগত নন। তাই বর্তমান প্রতিবেদনে আমরা উক্ত বিষয় সম্পর্কে অনবগতদের সমস্ত জরুরি তথ্য সরবরাহ করবো।
WhatsApp Payments ব্যবহারের ক্ষেত্রে UPI পিন পরিবর্তনের জন্য নীচের নির্দেশ সমূহ অনুসরণ করুন -
Android ব্যবহারকারীরা যা করবেন
১। প্রথমে WhatsApp ওপেন করুন এবং তারপর 'More Options' বেছে নিন।
২। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে পেমেন্টের জন্য অগ্রসর হন।
৩। এবার 'Change UPI PIN' বা 'Forgot UPI PIN' বিকল্পে ক্লিক করুন।
৪। PIN পরিবর্তনের জন্য এক্ষেত্রে আগ্রহীকে বিদ্যমান PIN এন্টারের পরে নতুন PIN নির্ধারণ করতে হবে।
৫। PIN ভুলে গিয়ে থাকলে সেই বিকল্পটি বেছে নিন এবং 'Continue' সিলেক্ট করে অগ্রসর হন। এখানে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জিজ্ঞাসা করা হবে। সেক্ষেত্রে সঠিক তথ্য প্রদানের পর নতুন PIN নির্বাচন করুন।
আইওএস (iOS) প্ল্যাটফর্মের সদস্যেরাও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মতো অনুরূপ উপায়ে নতুন UPI PIN তৈরী করতে পারবেন। তবে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং WhatsApp -এর সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর একই হলে অার্থিক আদান-প্রদান অপেক্ষাকৃত মসৃণ হবে।