Aadhaar Card: আপনার আধার কার্ড নম্বর অন্য কেউ ব্যবহার করছে না তো? এভাবে হিস্ট্রি চেক করুন
Aadhaar Card Fraud: বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা নথি স্বরূপ। কেননা, ভারতের নাগরিকত্ব প্রমান করার থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, অফিসে নিজের পরিচয় ভ্যারিফাই করা বা স্কুলে ভর্তি হওয়া পর্যন্ত, সব কিছুর জন্যই এই অতি দরকারি ডকুমেন্টটির প্রয়োজন পরে। ফলে নিজ মোবাইল নম্বর, প্যান বা রেশন কার্ডের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সাথে এই নথিকে লিঙ্ক করানো এখন বাধ্যতামূলক করা হয়েছে। এমন পরিস্থিতিতে আপনার আধার কার্ডের অপব্যবহারের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, কারণ 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' ওরফে UIDAI আধার কার্ডের হিস্ট্রি চেক করার বিকল্প উপলব্ধ করেছে তাদের সাইটে। ফলে, এখন থেকে আপনারা ঘরে বসেই জানতে পারবেন, কোথায় আপনার আধার কার্ড ব্যবহৃত হয়েছে। যদি কোনও ব্যক্তি অনুমতি ছাড়াই আপনার আধার ব্যবহার করে, তাহলে আপনি তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারবেন। চলুন এবার UIDAI আনীত আধার হিস্ট্রি চেক করার বিকল্প কিভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নেওয়া যাক।
কীভাবে চেক করবেন আধার কার্ড হিস্ট্রি?
১. আধার কার্ড হিস্ট্রি চেক করার জন্য, প্রথমেই আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে (resident.uidai.gov.in) চলে যেতে হবে।
২. এখানে, পেজের উপরের ডানদিকে থাকা 'My Aadhaar' অপশন বেছে নিন। এরপর, 'Aadhaar Authentication History' অপশনে ক্লিক করুন।
৩. এবার, আপনার কাছে আধার কার্ড নম্বর চাওয়া হবে এবং সেই সাথে প্রদত্ত ক্যাপচা কোড পূরণ করুন।
৪. তারপর, OTP Verification বিকল্পে ক্লিক করুন।
৫. এই প্রক্রিয়ার পরে একটি ট্যাব খুলবে। এখানে আপনি কত দিনের আধার হিস্ট্রি দেখতে চান, সেই তারিখ এন্টার করুন।
৬. একই সাথে, আপনার মোবাইলে OTP নম্বর পাঠানোর জন্য রেকর্ড নম্বর এবং মোবাইল নম্বর লিখতে বলা হবে, তা এন্টার করুন। এরপর OTP গেলে তা ভ্যারিফাই করুন।
৭. উপরিউক্ত ধাপ পূরণের পর, আধার হিস্ট্রি আপনার স্ক্রিনে দেখানো হবে।
৮. ব্যবহারকারীরা চাইলে তাদের প্রয়োজন অনুযায়ী আধার হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন।
কিভাবে অনলাইনে আধার কার্ড লক করবেন
UIDAI প্রত্যয়িত আধার কার্ডটি যদি অপব্যবহৃত হয়ে থাকে, তবে তা লক করার জন্য, একটি ১৬ সংখ্যার VID নম্বর থাকতে হবে কার্ডে। এটি আধার লক করার জন্য একটি পূর্বশর্ত। যদি কার্ড হোল্ডারের কাছে VID নম্বর না থাকে, তবে তিনি এটি এসএমএস পরিষেবা বা ওয়েবসাইটের মাধ্যমে এই নম্বর জেনারেট করতে পারবেন।
আধার কার্ড সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে এখানে যোগাযোগ করুন
আপনি যদি মনে করেন যে আপনার আধার কার্ডের অপব্যবহার করা হয়েছে, তবে, UIDAI-এর টোল ফ্রি নম্বর, ১৯৪৭ অথবা অফিসিয়াল ই-মেইল আইডি help@uidai.gov.in এর মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন।