Qualcomm-এর শক্তিশালী প্রসেসর-সহ জুনেই লঞ্চ হতে পারে Huawei Nova 10 সিরিজ

Update: 2022-05-06 09:35 GMT

Huawei তাদের Nova সিরিজের পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোনের অস্তিত্ব নিশ্চিত করল। সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে যে, Huawei Nova 10 সিরিজ আত্মপ্রকাশ করতে চলেছে। নাম শুনেই বোধগম্য, এটি Nova 9 সিরিজের উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। যদিও হুয়াওয়ে লঞ্চের টাইমলাইন সম্পর্কে এখনও কিছুই জানায়নি। তবে এক নতুন রিপোর্টে Huawei Nova 10 লাইনআপ চীনে কবে পা রাখবে, তার টাইমলাইন প্রকাশ করা হয়েছে। আপকামিং এই স্মার্টফোন সিরিজ সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, তা জেনে নেওয়া যাক।

Huawei Nova 10 সিরিজ আসছে আগামী মাসেই

আইটি হোম-এর নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, হুয়াওয়ে নোভা ১০ সিরিজ আগামী মাসে অর্থাৎ জুনেই চীনের লঞ্চ হবে। তবে দিনক্ষণ নির্দিষ্ট করে প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল, হুয়াওয়ে নোভা ১০ সিরিজের ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি বা অঘোষিত স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। আবার ফোনগুলির ক্যামেরায় বিশেষ চমক থাকবে বলেও দাবি করা হয়েছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, হুয়াওয়ে নোভা ১০ সিরিজে পূর্বসূরির মতো একই চিপসেট ব্যবহার করা হবে। প্রসঙ্গত, নোভা ৯ সিরিজ স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৪জি চিপসেট দ্বারাই চালিত। এছাড়াও শোনা যাচ্ছে যে, আসন্ন হুয়াওয়ে স্মার্টফোনগুলির জন্য একটি বিশেষ মোবাইল ফোন কেসও লঞ্চ করতে চলেছে সংস্থা, যার মধ্যে ৪জি স্মার্টফোনে ৫জি কানেক্টিভিটির সাপোর্ট চালু করার জন্য একটি অতিরিক্ত সিম কার্ড স্লট থাকবে। এখনও পর্যন্ত, ফোন কেসটি হুয়াওয়ে বা কোনও থার্ড-পার্টি প্রস্তুতকারক দ্বারা তৈরি করা হবে কিনা তা জানা যায়নি, তবে এটি ৫জি সাপোর্ট যোগ করার জন্য একটি ভাল ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ৫জি সমর্থন সহ এই অত্যাধুনিক ফোন কেসটি চলতি বছরের জুনে বা তৃতীয় ত্রৈমাসিকের শেষে Huawei Nova 10 সিরিজের স্মার্টফোনগুলির সাথে লঞ্চ হবে বলে অনুমান। হুয়াওয়ে খুব শীঘ্রই লঞ্চের তারিখ নিশ্চিত করবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News