ICICI Bank: নতুন ইউপিআই জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে গ্রাহকরা, সতর্ক করল ব্যাঙ্ক

By :  techgup
Update: 2024-02-21 11:43 GMT

সাইবার অপরাধীরা ম্যালওয়্যার ব্যবহার করে UPI অ্যাপ্লিকেশনকে টার্গেট করছে। যার ফলে দিন দিন ইউপিআই সম্পর্কিত জালিয়াতির ঘটনা বেড়ে চলেছে। আর এই কারণে সম্প্রতি ICICI ব্যাঙ্ক, অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি সতর্কতা জারি করেছে। বিশেষ করে UPI ব্যবহারকারীদের জন্যই জারি করা হয়েছে এই সতর্কবার্তা।

প্রতারকরা কীভাবে ব্যবহারকারীদের প্রতারণা করছে?

  • প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের ক্ষতিকারক 'APK' ফাইলের লিঙ্ক পাঠায়।
  • এরপর ম্যালওয়্যার যুক্ত অ্যাপটি ডাউনলোড করলেই ফোনের অ্যাক্সেস চলে যাবে হ্যাকারদের হাতে।

তাই কখনো অবিশ্বস্ত উৎস থেকে আসা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না। কারণ, মনে রাখবেন যে, আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের কখনো কোনো নির্দিষ্ট মোবাইল নম্বরে কল করার জন্য বা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য কোনো এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায় না।

সতর্কতা জারি করার পাশাপাশি, ICICI ব্যাঙ্ক কিছু দরকারী টিপসও শেয়ার করেছে, যা ব্যবহারকারীদের এই ধরনের অনলাইন জালিয়াতি থেকে রক্ষা করবে। যেগুলি হলো -

  • লেটেস্ট অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তা ভিত্তিক প্যাচ আপডেটগুলি ইন্সটল করুন।
  • শুধুমাত্র অফিসিয়াল এবং বিশ্বস্ত সোর্স যেমন, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করুন।
  • কেবল বিশ্বস্ত প্রদানকারীর কাছ থেকেই অ্যান্টিভাইরাস এবং সিকিউরিটি সফ্টওয়্যার ইনস্টল করুন।
  • ইমেল বা মেসেজে কেউ কোনো সন্দেহজনক লিঙ্ক পাঠালে সেই লিঙ্কগুলিতে কখনই ক্লিক করবেন না।
  • অজানা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা বা ইনস্টল করা এড়িয়ে চলুন।
  • আপনার গোপনীয় তথ্য যেমন, ওটিপি, পাসওয়ার্ড, পিন এবং কার্ড নম্বর কারো সাথে শেয়ার করবেন না।
  • এই ধরনের কোনো ঘটনা ঘটলে জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে অবিলম্বে রিপোর্ট করুন।

Tags:    

Similar News