চার্জার দিয়েই কারোর ওপর রাখা যাবে নজর, Amazon থেকে সস্তায় কিনুন এই Spy Camera

Update: 2022-08-13 10:10 GMT

মোবাইল, ল্যাপটপ, ইয়ারবাড ব্যবহার করুন কিংবা পাওয়ারব্যাংক, এমার্জেন্সি লাইট বা অন্য কোনো গ্যাজেট – চার্জার ছাড়া এই জাতীয় সমস্ত প্রোডাক্টই অচল। বাজারে উপলব্ধ প্রত্যেক ধরণের চার্জারের আলাদা আলাদা ক্ষমতা থাকে। কিন্তু যদি একটি চার্জারই কারোর ওপর নজর রাখার জন্য ব্যবহার করা যায়, তাহলে কেমন হবে? শুনতে অবাক লাগলেও বলি, এই আধুনিক প্রযুক্তির যুগে সেটাও সম্ভব। এমনিতে পার্স/ওয়ালেট, জামার বোতাম এমনকি পেনে স্পাই বা হিডন ক্যামেরা থাকার কথা সকলেই জানেন; তবে এখন অনেক কোম্পানি বিশেষ কিছু চার্জার চালু করেছে, যেগুলিতে লুকানো থাকছে ক্যামেরা। এই জিনিসটি হাতের মুঠোয় আনাও কঠিন কাজ নয়, আপনারা চাইলে খুব সহজেই এমন একটি চার্জারের মালিক হতে পারবেন। কীভাবে? আসুন জেনে নিই।

এই মুহূর্তে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ বেশ কিছু স্পাই ক্যামেরাযুক্ত চার্জার রয়েছে, যা ব্যবহার করলেও কারোর চোখে পড়ার বা সন্দেহ হওয়ার উপায় নেই! আর এগুলি কিনতে বেশি খরচও করতে হবে না। সেক্ষেত্রে সংস্থার বেস্টসেলার ক্যাটাগরিতে আমরা আইফিটেক (IFITech)-এর এমনই একটি চার্জারের সন্ধান পেয়েছি, যাতে ফোন বা অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট চার্জ করার পাশাপাশি কারোর ওপর নজরও রাখা যাবে।

সস্তায় কিনুন IFITech 1080p HD Hidden Camera

অ্যামাজনে উপলব্ধ আইফিটেকের এই চার্জিং অ্যাডাপ্টারটি দেখতে যেকোনো সাধারণ চার্জারের মতোই। তবে এর ইউএসবি (USB) পোর্টের কাছে একটি ছোট গর্ত রয়েছে যার মধ্যে লুকানো আছে একটি ক্যামেরা বসিয়েছে। এটি ব্যবহার করতে আপনাকে কোনো সেটিং করতে হবে না, শুধু চার্জারে একটি মাইক্রো এসডি কার্ড লাগিয়ে সেটিকে পাওয়ার সকেটে প্লাগ করতে হবে। উল্লেখ্য, ইউজাররা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে চার্জারে লাগানো মেমরি কার্ডটির ভিডিও অ্যাক্সেস করতে পারবেন।

IFITech 1080p HD Hidden Camera-র ফিচার

এই স্পাই ক্যামেরাবিশিষ্ট চার্জারে ৭০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলসহ ১০৮০পি (1080p) এইচডি ক্যামেরা রয়েছে। এটিতে স্মার্ট মোশন ডিটেকশন ফিচারও বিদ্যমান। এছাড়া ক্যামেরাটি ৫ মিনিটের দৈর্ঘ্যে এক একটি ভিডিও রেকর্ড করবে। চাইলে এটিকে পাওয়ারব্যাংকের সাথে প্লাগ করেও ভিডিও রেকর্ড করা যাবে। তবে মনে রাখবেন, এটি ব্লুটুথ বা ওয়াইফাই কানেক্টিভিটি অফার করে না।

IFITech 1080p HD Hidden Camera-র দাম

এই গ্যাজেটটি অ্যামাজন থেকে মাত্র ১,৫০০ টাকায় কেনা যাবে। এটির ক্রেতারা এক বছর অর্থাৎ ১২ মাসের ওয়ারেন্টি পাবেন।

Tags:    

Similar News