খারাপ পরিষেবা Jio, Airtel Vi -এর, মোবাইল ইন্টারনেট স্পিডে ভারত পিছালো আরও তিনধাপ

By :  SUPARNAMAN
Update: 2022-07-20 04:08 GMT

টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI) -এর পর এবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্পিড টেস্টার ওকলা (Ookla) -র তরফ থেকেও মোবাইল নেটওয়ার্ক গতি পরীক্ষার মাসিক ফলাফল সামনে আনা হল। সদ্য প্রকাশিত এই ফলাফলে Jio, Airtel, Vi, BSNL -এর মতো দেশীয় টেলকোগুলির অতি শোচনীয় পরিষেবার হাল আবার প্রকট হয়ে পড়েছে। ফলাফল অনুযায়ী, জুন মাসে ভারতে গড় ইন্টারনেট গতি আগের চেয়েও কমেছে , যা দেশীয় পরিষেবা ব্যবহারকারীদের পক্ষে মোটেও সুসংবাদ নয়।

প্রসঙ্গত জেনে রাখা ভালো, গড় ইন্টারনেট গতি আগের চেয়ে হ্রাস পাওয়ায়, ওকলা'র আন্তর্জাতিক গতি সূচকে ভারত তিন ধাপ নীচে নেমেছে। বিপরীতে ফিক্সড ব্রডব্যান্ড গতিতে উন্নতির ফলে আন্তর্জাতিক সূচকে ভারতের উত্থান হয়েছে তিন ধাপ। সুতরাং সবদিক বিচার করলে বলতে হয়, গত জুন মাসে আন্তর্জাতিক স্পিড টেস্টার ওকলার গতি পরীক্ষার ফলাফল দেশীয় টেলিকম ক্ষেত্রের দুর্বলতার বিষয়টিকে প্রায় চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছে।

গড় ইন্টারনেট গতি হ্রাসের ফলে Ookla -র আন্তর্জাতিক সূচকে পূর্বের তিন ধাপ নীচে নামলো ভারত

ওকলার গতি পরীক্ষার ফলাফল অনুযায়ী, বিগত মে মাসে ভারতের ইন্টারনেটের গড় গতি যেখানে ১৪.২৮ এমবিপিএস (Mbps) ছিল, সেখানে জুন মাসে তা অনেকটা কমে ১৪.০০ এমবিপিএসে নেমে এসেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই ওকলার আন্তর্জাতিক সূচকে ভারত আগের চেয়েও পিছনে স্থান পেয়েছে। মে মাসে আলোচ্য সূচকে ভারত যেখানে ১১৫ নম্বর স্থান অধিকার করে, সেখানে জুন মাসে তিন ধাপ অবনতির পর ভারতের ঠাঁই হয়েছে ১১৮ নম্বরে।

অপরপক্ষে একই সময়ে ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার গতিতে ভারত যথেষ্ট পরিমাণে উন্নতি করেছে। মে মাসে, এদেশে ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার গড় গতি ছিল ৪৭.৮৬ এমবিপিএস। জুনে এই গতি বেড়ে ৪৮.১১ এমবিপিএসে দাঁড়িয়েছে। এর ফলে সূচকে ভারতের অবস্থান তিন ধাপ উপরে ওঠায় সেখানে বর্তমানে ভারতের ঠাঁই হয়েছে ৭২ নম্বরে (মে মাসে ৭৫তম স্থানে ছিল)।

উল্লেখ্য, গড় ইন্টারনেট গতির নিরিখে অন্য সমস্ত দেশকে পিছনে ফেলে, ফের নরওয়ে ওকলার আন্তর্জাতিক সূচকে ১ নম্বর স্থান অধিকার করেছে। অবশ্য ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার নিরিখে এই সূচকের প্রথম স্থান দখল করেছে চিলি। এক্ষেত্রে সিঙ্গাপুরকে পেছনে ফেলে তারা ১ নম্বরে উঠে এসেছে।

Tags:    

Similar News