ISRO: মহাকাশ গবেষণায় জোর, চলতি বছরে সাতটি স্পেস মিশন লঞ্চের ভাবনা কেন্দ্রের

By :  SUPARNAMAN
Update: 2022-04-07 14:50 GMT

মহাকাশ সংক্রান্ত গবেষণায় বাড়তি গতি আনতে ইসরো'র (ISRO) পাশাপাশি দেশে আরো একাধিক গবেষণা কেন্দ্র স্থাপনে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। একইসাথে তারা মহাকাশ প্রযুক্তি উদ্ভাবনী কেন্দ্র এবং আঞ্চলিক মহাকাশ অ্যাকাডেমিয়া কেন্দ্রের জন্য বার্ষিক ২ কোটি টাকার অনুদান বরাদ্দ করেছে। লোকসভায় মহাকাশ মন্ত্রী জিতেন্দ্র সিংহ খোদ একথা প্রকাশ্যে এনেছেন, যা আলোচ্য ক্ষেত্রে গবেষণায় উৎসাহীদের জন্য বেশ ভালো খবর।

চলতি বছরেই মোট সাতটি স্পেস মিশন লঞ্চ করবে সরকার

আসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এদিন লোকসভায় দাঁড়িয়ে মহাকাশ বিজ্ঞান এবং গবেষণা সম্পর্কিত সরকারের একাধিক পরিকল্পনার কথা সামনে আনেন। একটি প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান, মাত্র কিছু সময়ের ব্যবধানে ইসরো মহাকাশের উদ্দেশ্যে মোট সাতটি অভিযান প্রেরণের কথা ভাবছে। এর মধ্যে রয়েছে দুটি SSLV, দুটি PSLV (যার মধ্যে একটি ডেডিকেটেড কমার্সিয়াল মিশন এবং অন্যটি মহাকাশের উদ্দেশ্যে EOS-06 Earth Observation স্যাটেলাইট প্রেরণের জন্য), একটি GSLV (NVS-01 Navigation স্যাটেলাইট প্রেরণ করতে), একটি কমিউনিকেশন স্যাটেলাইট বা Gsat-24 এবং একটি GSLV MK-III মিশন, যারা মহাকাশ সংক্রান্ত গবেষণায় ভারতকে অনেকটাই সামনের দিকে ঠেলে দেবে।

এছাড়া ছাত্রছাত্রী ও গবেষকদের মহাকাশ বিজ্ঞান, স্যাটেলাইট ডেভলপমেন্ট ছাড়াও আরো নানান ক্ষেত্রে পারদর্শী করে তুলতে সরকার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে কল্পনা চাওলা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষনা কেন্দ্রের উদ্বোধন করেছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের ৩রা জানুয়ারি এই কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

সর্বোপরি মহাকাশ গবেষণায় উন্নতি এবং অগ্রগতির লক্ষ্যে সরকার আগামীদিনে বিদেশি মহাকাশ গবেষণা সংস্থাগুলির সঙ্গে জোট বেঁধে কাজ করতে তৈরী। এর ফলে মহাকাশ গবেষণার একাধিক ক্ষেত্র ছাড়াও ব্যাপক প্রযুক্তিগত উন্নয়ন লক্ষ্য করা যাবে বলে মন্ত্রীর দাবি। প্রসঙ্গত বলে রাখি, বর্তমানে ইসরো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র (NASA) সঙ্গে এক যৌথ স্যাটেলাইট প্রকল্পের উপরে কাজ করছে। একে Nasa-Isro Synthetic Aperture Radar বা NISAR নাম দেওয়া হয়েছে।

Tags:    

Similar News