সব ফোনের জন্য একই চার্জার হলেও ভারত সরকারের নতুন নিয়মে ছাড় পেতে পারে এই বৈদ্যুতিন যন্ত্রগুলি

Update: 2023-01-04 02:55 GMT

ভারত সরকার একটি নতুন আইন পাস করে, সারা দেশে সমস্ত আসন্ন ইলেকট্রনিক ডিভাইসের জন্য ইউএসবি টাইপ-সি (USB Type-C) চার্জিং পোর্টের ব্যবহার বাধ্যতামূলক করেছে। সরকার পরিবর্তনগুলি আরোপ করার জন্য এদেশের সমস্ত নির্মাতাদের ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সময় দিয়েছে। অর্থাৎ, ২০২৫ সালের মার্চের পরে ভারতে লঞ্চ হওয়া প্রতিটি ইলেকট্রনিক্স প্রোডাক্টে বাধ্যতামূলকভাবে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে হবে। এক্ষেত্রে, ল্যাপটপ নির্মাতাদের জন্য কিছুটা স্বস্তি রয়েছে, কারণ তাদের ২০২৬ সাল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। তবে একটি সূত্র থেকে জানা গেছে যে, এই নিয়মটি সমস্ত ডিভাইসের জন্য বাধ্যতামূলক নয়। কোন কোন পণ্যগুলি এই আইনের আওতাভুক্ত নয়, চলুন জেনে নেওয়া যাক।

বেশ কিছু ডিভাইস ভারত সরকারের বাধ্যতামূলক USB Type-C আইনের আওতা থেকে মুক্ত

জানা গিয়েছে, ভারত সরকার প্রবর্তিত সকল ডিভাইসে ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করার নতুন আইনটি সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের জন্য বাধ্যতামূলক নয়। কিছু ডিভাইস রয়েছে, যেগুলিকে এই আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। ডিভাইসগুলির মধ্যে রয়েছে- ফিচার ফোন, ইয়ারফোন এবং ওয়্যারেবল। এর অর্থ হল, এই ডিভাইসগুলির ক্ষেত্রে নির্মাতারা প্রাসঙ্গিক চার্জিং পদ্ধতি ব্যবহার করা চালিয়ে যেতে পারে এবং এগুলিতে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট ব্যবহার করা বাধ্যতামূলক নয়। ভারত সরকার কর্তৃক প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, স্মার্টফোন সহ বাকি সব ইলেকট্রনিক ডিভাইসে একটি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে হবে।

প্রসঙ্গত, এক সরকারী কর্মকর্তা জানিয়েছেন যে, ইউএসবি টাইপ-সি পোর্ট মোবাইল এবং ইলেকট্রনিক্সের জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং ইন্ডাস্ট্রির প্লেয়াররাও বোর্ডে রয়েছেন, যদিও স্টেকহোল্ডাররা বলেছেন যে ফিচারফোন, ওয়্যারেবল এবং হিয়ারেবল যন্ত্রগুলির জন্য খরচ বৃদ্ধি পাবে। এছাড়াও, ওই কর্মকর্তা জানান যে, ইনপুট খরচ সম্পর্কে ইন্ডাস্ট্রির অংশগ্রহণকারীদের উদ্বেগের ফলে নির্ধারিত আইন থেকে উল্লেখিত ডিভাইসগুলির বর্জন কার্যকর করা হয়, কেননা তা ফিচার ফোনের দাম বাড়িয়ে দিতে পারে।

উল্লেখ্য এটা স্পষ্ট যে, ভারত এখনও ফিচার ফোনের জন্য একটি খুব বড় বাজার এবং ফিচার ফোন ব্যবহারকারীদের সম্পূর্ণরূপে স্মার্টফোন ব্যবহার শুরু করতে এখনও দীর্ঘ সময় লাগবে বলেই অনুমান করা যায়। এদেশে কেনা ওয়্যারেবলগুলির জন্য একটি মানসম্মত চার্জিং পদ্ধতির কার্যকারিতা দেখার জন্য ভারত সরকার আরেকটি সাব-গ্রুপ তৈরি করেছে। সরকারের নতুন উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য এবং এটি নিঃসন্দেহে তাৎক্ষণিক পরিবেশে সমস্ত ইলেকট্রনিক্সের জন্য একটি সিঙ্গেল ইউনিভার্সাল চার্জিং কেবলের ব্যবহারকে প্রতিষ্ঠিত করবে।

Tags:    

Similar News