ভারতে সেমিকন্ডাক্টর তৈরিতে জোর, PLI স্কিমের ফায়দা তোলার তারিখ বাড়াল কেন্দ্র
এবার ভর্তুকি-নির্ভর সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন স্কীমের আওতায় আবেদনের সময়সীমা বাড়ালো ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি দেশের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বের অগ্রণী সেমিকন্ডাক্টর প্রস্তুতকারীরা ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা ভাবতে পারবেন। সেক্ষেত্রে সরকার তাদের বিপুল অঙ্কের ভর্তুকি প্রদান করবে, যাকে কাজে লাগিয়ে সংস্থাগুলি স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর ডিজাইন, উৎপাদন এবং বাজারজাত করতে সক্ষম হবে। উল্লেখ্য, ২০২১ সালে কেন্দ্রীয় সরকার তাদের ভর্তুকি-নির্ভর সেমিকন্ডাক্টর বা চিপ তৈরীর স্কীম সামনে আনে। এরপর চলতি বছরের ১লা জানুয়ারি থেকেই আলোচ্য স্কীমের অধীনে দরপত্র গ্রহণ শুরু হয়েছে।
ভারতে স্থানীয়ভাবে Semiconducter প্রস্তুতিতে আগ্রহী একাধিক বড় সংস্থা
প্রকাশ্যে আসা সংবাদ অনুযায়ী, সরকারি ভর্তুকির সহায়তায় ভারতে স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর উৎপাদনে আগ্রহী বেশ কিছু বড় সংস্থা। এদের মধ্যে Samsung, Intel, Global Foundries, Taiwan Semiconductor Manufacturing Company বা TSMC প্রভৃতি নামগুলি বিশেষ উল্লেখযোগ্য। বর্তমানে সরকার এই সংস্থাগুলির সাথে আলোচনা চালাচ্ছে যাতে তারা ভারতে বিনিয়োগের ব্যাপারে যত্নবান হয়। আর সেজন্যেই এবার ভর্তুকি সহায়তা যুক্ত আলোচ্য স্কীমে আবেদনের সময়সীমা বাড়ানো হলো বলে মনে করা হচ্ছে।
এদিকে সংবাদ সংস্থা ET Telecom -এর মতে সরকার খুব ভালোভাবেই জানে যে আলোচ্য স্কীমে বিনিয়োগের জন্য বৃহৎ সংস্থাগুলির আরেকটু বেশি সময় প্রয়োজন। এক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ছাড়া এগোলে সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া সরকারি সহায়তা সত্ত্বেও স্কীমের অধীনে তাদের অন্তত ৩ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। এই বৃহৎ অঙ্ক বিনিয়োগের পূর্বে সংস্থাগুলি ভাবনাচিন্তার জন্য সময় নিচ্ছে যা তাদের পক্ষে একেবারে সঠিক কাজ।
তবে প্রসঙ্গত বলে রাখা দরকার যে বিশ্বে সেমিকন্ডাক্টর উৎপাদক হিসেবে পরিচিতি প্রাপ্ত সংস্থাগুলির সাথে আলোচনায় ব্যস্ত থাকলেও, এখনো পর্যন্ত আলোচ্য স্কীমের অধীনে খুব বেশি আবেদন জমা পড়েনি। কয়েকটি স্বল্পপরিচিত সংস্থা এক্ষেত্রে আগ্রহ দেখালেও সরকার তা যথেষ্ট মনে করছে না। এ পর্যন্ত আবুধাবি-ভিত্তিক Next Orbit Ventures ছাড়াও Vedanta Group (Foxconn -এর সহযোগিতায়) এবং আরো কয়েকটি সংস্থা উক্ত স্কীমের আওতায় উৎপাদনের ব্যাপারে রাজি হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।