MayaOS: সেনাবাহিনীর কম্পিউটারে ব্যবহার হবেনা Windows ওএস, ফের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

Update: 2023-08-11 07:00 GMT

এই এক দশকে ভারত প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে – এখন আমাদের দেশ ডিজিটাল ইন্ডিয়া হিসেবে পরিচিত। কিন্তু অগ্রগতির সাথে বেড়েছে দায়িত্বও, বিগত পাঁচ বছর ধরে ভারত সরকার সাইবার সিকিউরিটি নিয়ে জোরকদমে কাজ করছে বা বলা ভালো যুদ্ধ চালাচ্ছে। ইতিমধ্যেই দেশে বিদ্যমান সকল সোশ্যাল মিডিয়া কোম্পানির জন্য নতুন আইন জারি করা হয়েছে। তবে এবার সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে বড় ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রকের তরফে বলা হয়েছে যে, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সমস্ত কম্পিউটার থেকে Windows-এর অপারেটিং সিস্টেম সরিয়ে নেওয়া হবে এবং তার পরিবর্তে দেশীয় অপারেটিং সিস্টেম MayaOS ইনস্টল করা হবে। আসলে ভারত তার সেনাবাহিনী নিয়ে সবসময়ই সচেতন। সেক্ষেত্রে এবারও ক্রমবর্ধমান সাইবার অ্যাটাকের ঝুঁকি থেকে দেশের সুরক্ষা ব্যবস্থাকে 'সুরক্ষিত' রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

MayaOS কী?

কম্পিউটার জাতীয় ডিভাইসের ক্ষেত্রে ব্যবহৃত জনপ্রিয় সফ্টওয়্যার হল উইন্ডোজ। তবে মায়াওএস-ও এক ধরনের অপারেটিং সিস্টেম, যা সম্পর্কে হয়তো সবাই অবগত নন। সেক্ষেত্রে বলে রাখি, আপনারা ল্যাপটপ এবং কম্পিউটারে যেভাবে জনপ্রিয় উইন্ডোজ ওএস বা ম্যাক (Mac) ওএস ব্যবহার করেন মায়াওএস ঠিক সেভাবেই কাজ করবে। এটি উবুন্টু (Ubuntu) প্ল্যাটফর্মের সাহায্যে নির্মিত। এই উবুন্টু আবার সবচেয়ে নিরাপদ অপারেটিং সিস্টেম হিসাবে বিবেচিত হয় এবং এটিএম (ATM) মেশিন ইত্যাদিতেও ব্যবহৃত হয়।

প্রসঙ্গত, মায়াওএস সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি – ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO), ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-এর সহযোগিতায় প্রতিরক্ষা মন্ত্রক এই ওএস বানিয়েছে। এটি, নিজে আপডেট করেও সহজেই কাজ করা যাবে।

কীভাবে কাজ করে MayaOS?

মায়াওএস, 'চক্রবূহ্য' ফিচার দিয়ে সজ্জিত যা ফায়ারওয়ালের মতো কাজ করে। এটিতো অ্যান্টিম্যালওয়্যার অ্যান্টিভাইরাসের কার্যক্ষমতাও বর্তমান। সরকারের দাবি, মায়াওএস, ইউজার এবং ইন্টারনেটের মধ্যে একটি ভার্চুয়াল দেওয়াল তৈরি করে, যা হ্যাকাররা অ্যাক্সেস করতে পারেনা। এই মুহূর্তে মায়াওএস কেবল ভারতীয় নৌবাহিনীর জন্য ব্যবহৃত হবে, এয়ার ফোর্স এবং আর্মি এখনও এ বিষয়ে কিছু বলেনি।

Tags:    

Similar News