Infinix Hot 11 2022 আসছে রেডমি, রিয়েলমিদের বাজার দখল করতে, পাবেন Holographic ডিজাইন
Infinix তাদের গত বছরে লঞ্চ করা Infinix Hot 11 ফোনের উত্তরসূরীর উপর কাজ শুরু করেছে। Infinix Hot 11 2022 নামের এই আপকামিং ফোনটি বাজেট রেঞ্জে আসবে। কীভাবে এতটা নিশ্চিত হচ্ছি? আসলে আজ সংস্থার সিইও একটি টুইট করে ফোনটির ডিজাইন সহ কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। পাশাপাশি বলা হয়েছে, Infinix Hot 11 2022 ফোনটি তার পূর্বসূরীর মতো প্রাইস রেঞ্জে আসবে।
Infinix Hot 11 2022 শীঘ্রই লঞ্চ হচ্ছে
ইনফিনিক্স ইন্ডিয়ার, অনিশ কাপুর তাদের আসন্ন ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের টিজার শেয়ার করেছেন। এটাই ডিভাইসটির ফার্স্ট লুক। ৫ সেকেন্ডের ভিডিওতে ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন দেখা গেছে। এই ফোনটি হলোগ্রাফিক (holographic) ডিজাইন সহ আসবে, যা একে কিছুটা প্রিমিয়াম লুক দেবে।
আবার ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনে থাকবে ফ্লাট সাইড ফ্রেম ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাজেট রেঞ্জে ফোনে এই ধরনের ফিচার দেখাই যায় না। বলার অপেক্ষা রাখে না যে, ডিভাইসটি বাজারে যথেষ্ট সাড়া ফেলবে।
এছাড়া Infinix Hot 11 2022 ফোনে দেখা যাবে পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটি তিনটি কালারে আসতে পারে - অরোরা গ্রীন, পোলার ব্ল্যাক ও সানসেট গোল্ড। আবার ফটোগ্রাফির জন্য এতে এআই মোড ও ফ্ল্যাশ সহ পাওয়া যাবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এছাড়া ফোনটি ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক সহ আসবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, এই ফোনের দাম রাখা হবে এর পূর্বসূরীর মতো, অর্থাৎ ১০ হাজার টাকার কাছাকাছি।
Infinix Hot 11 2022 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনে দেওয়া হবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি। এতে ব্যবহার করা হবে মালি জি৫২ জিপিইউ সহ অক্টা কোর ইউনিসক টি৭০০ প্রসেসর। ফোনটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। এতে থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।