তাক লাগানো‌ ফিচারের সাথে আসা Infinix Note 12 আজ প্রথমবার কেনার সুযোগ, রয়েছে আকর্ষণীয় অফার

By :  SUPARNA
Update: 2022-05-28 07:29 GMT

গত ২০ই মে ভারতের বাজারে পা রেখেছিলো Infinix Note 12 সিরিজ। এই নয়া সিরিজের অধীনে – Infinix Note 12 এবং Infinix Note 12 Turbo নামের মোট দুটি স্মার্টফোন আত্মপ্রকাশ করেছিল। যার মধ্যে, 'Turbo' নামধারী মডেলটির সেল গতকালই শুরু হয়ে গেছে। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২৮শে মে দুপুর ১২টা থেকে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Infinix Note 12 স্মার্টফোনটি প্রথমবার সেলে বিক্রি করার জন্য উপলব্ধ হবে। আগ্রহীদের জানিয়ে রাখি, ই-কমার্স সাইট Flipkart এর মাধ্যমে নানাবিধ ব্যাঙ্ক অফারের সাথে নূন্যতম ১০,৯৯৯ টাকা খরচ করে ফোনটিকে কিনে নিতে পারবেন আপনারা। এই হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট সহ এসেছে। ফিচার হিসাবে এতে - FHD+ ডিসপ্লে প্যানেল, ৬ জিবি পর্যন্ত র‌্যাম, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩৩ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থন যুক্ত ৫,০০০এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে।

Infinix Note 12 দাম ও সেল অফার

ভারতে ইনফিনিক্স নোট ১২ স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য ১১,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১২,৯৯৯ টাকা। এটি ফোর্স ব্ল্যাক, জুয়েল ব্লু এবং সানসেট গোল্ড কালার বিকল্পে এসেছে।

সেল বা লঞ্চ অফারের কথা বললে, ইনফিনিক্স নোট ১২ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলের সাথে নানাবিধ ব্যাঙ্ক অফার উপলব্ধ রয়েছে। যেমন Axis ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে। RBL ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড হোল্ডারদেরও ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আর Flipkart Axis ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে কেনাকাটি করলে ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন ক্রেতারা। আর, কিস্তিতে টাকা শোধ করতে চাইলে নো-কস্ট ইএমআই অপশনও উপলব্ধ থাকছে। এক্ষেত্রে, ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম অপশনের জন্য যথাক্রমে মাসিক ২,০০০ টাকার এবং ২,১৬৭ টাকার ইএমআই প্রদান করতে হবে।

উক্ত অফারগুলি বাদেও, ইনফিনিক্সের এই নয়া স্মার্টফোনটি খরিদ করার সময়ে আপনারা, ৫,৯৯৯ টাকা দামের Google Nest hub স্মার্ট স্পিকারকে মাত্র ৪,৯৯৯ টাকা এবং ৪,৪৯৯ টাকা দামের Google Nest mini ডিভাইসকে মাত্র ১,৯৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। প্রসঙ্গত, ইনফিনিক্স নোট ১২ স্মার্টফোনের সাথে ১ বছরের এবং অ্যাক্সেসরিজের সাথে ৬ মাসের ওয়ারেন্টি দেওয়া ঘোষণা করেছে হং-কং ভিত্তিক টেক সংস্থাটি।

Infinix Note 12 স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ১২ স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইল, যা ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। আবার ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্স ওএস ১০.৬ (X OS 10.6) কাস্টম স্কিন পাওয়া যাবে। স্টোরেজ হিসাবে এতে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত রম বর্তমান।

ফটোগ্রাফির জন্য Infinix Note 12 ফোনে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং এআই লেন্স। আবার সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য উক্ত মডেলের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

মডেলটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – 4G LTE, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ, এফএম রেডিও, জিপিএস/এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থন করবে। ইনফিনিক্স নোট ১২ সিরিজের এই ভ্যানিলা মডেলটির পরিমাপ ১৪৪.৪৩x৭৬.৬৬x৭.৯০মিমি এবং ওজন ১৮৪.৫ গ্রাম।

Tags:    

Similar News