৮ জিবি র‌্যামের Infinix Note 12 Turbo আজ প্রথমবার কেনার সুযোগ, রয়েছে আকর্ষণীয় অফার

By :  SUPARNA
Update: 2022-05-27 15:50 GMT

গত ২০ই মে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Infinix Note 12 সিরিজ। নবাগত এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন এসেছে – Infinix Note 12 এবং Infinix Note 12 Turbo। যার মধ্যে, Infinix Note 12 Turbo মডেলটিকে আজ অর্থাৎ ২৭শে মে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। নবাগত এই হ্যান্ডসেটকে ই-কমার্স সাইট Flipkart থেকে আপনারা কিনে নিতে পারবেন। আর সেল অফার হিসাবে উক্ত মডেলের সাথে ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। যার দরুন প্রথম সেলেই Note 12 সিরিজের এই টপ-এন্ড মডেলটিকে ফ্লাট ১,০০০ টাকা ছাড়ের সাথে পকেটস্থ করা যাবে। বিশেষত্বের কথা বললে, ‘Turbo’ নামধারী এই মডেলে - FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৯৬ এসওসি, ট্রিপল ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া, সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও উপস্থিত থাকছে। দাম ও ফিচারের নিরিখে Infinix এর এই লেটেস্ট স্মার্টফোনটি, বাজারে বিদ্যমান Poco M4 Pro, Redmi Note 11 এবং Samsung Galaxy F23 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Infinix Note 12 Turbo এর দাম ও অফার

ভারতে ইনফিনিক্স নোট ১২ টার্বো স্মার্টফোনের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। লঞ্চ অফারের অংশ হিসাবে এই মডেলটিকে Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে ফ্লাট ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে পকেটস্থ করে নিতে পারবেন। ফোনটি ফোর্স ব্ল্যাক, স্যাফায়ার ব্লু এবং স্নোফল কালার অপশনের সাথে এসেছে।

Infinix Note 12 Turbo এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ১২ টার্বো স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যা ১,০০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এই ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। পারফরম্যান্সের জন্য এই মডেলে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্স ওএস ১০.৬ (X OS 10.6) কাস্টম স্কিনে রান করবে। উক্ত ডিভাইসে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Infinix Note 12 Turbo স্মার্টফোনের পেছনে কোয়াড-LED ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি অনির্দিষ্ট এআই (AI) লেন্স। আবার সেলফি বা ভিডিও চ্যাটিংয়ের জন্য ফোনটির সামনে ডুয়াল-LED ফ্ল্যাশ সহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। প্রসঙ্গত, এই রিয়ার ক্যামেরাগুলি ২কে (2K) রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম।

অন্যান্য ফিচারের কথা বললে, ইনফিনিক্স এর এই নয়া স্মার্টফোনে ডিটিএস সারাউন্ড সাউন্ড টেকনোলজি সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম বিদ্যমান। আবার, নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 12 Turbo স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৪ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সমর্থন করবে, বলে সংস্থাটি স্বয়ং দাবি করেছে। পরিশেষে, Infinix Note 12 Turbo স্মার্টফোনের পরিমাপ ৭৬.৮x১৬৪.৫৭x৭.৮৯মিমি এবং ওজন ১৮৫ গ্রাম।

Tags:    

Similar News