ইউজারদের অনবরত ট্র্যাক করে চলেছে Instagram, কতটা সুরক্ষিত আপনার গোপন ডেটা?
সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক বা ট্র্যাক হয়েছে – এমন খবর আমরা প্রায়শই শুনে থাকি। কিন্তু যে প্ল্যাটফর্মে প্রোফাইল রয়েছে তারা যদি নিজেই ইউজারের ডেটা ট্র্যাক করতে থাকে, তাহলে অস্বস্তি যে বেশ খানিকটা বাড়ে তাতে কোনো সন্দেহ নেই! সেক্ষেত্রে জানলে অবাক হবেন, জনপ্রিয় ফটো-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম Instagram (ইনস্টাগ্রাম) দিনের পর দিন কার্যত এমনই কাজ করে আসছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Meta (মেটা) মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ইউজারদের পাসওয়ার্ড, ঠিকানা, ক্রেডিট কার্ড ডিটেইলস থেকে শুরু করে প্রতিটি ট্যাপে (পড়ুন সমস্ত গতিবিধিতে) নজর রাখা হচ্ছে। এমনকি গোপন নেই Instagram ইউজারদের ব্যক্তিগত মেসেজ এবং মোবাইল স্ক্রিনের অবস্থাও। আর সবচেয়ে বড় ব্যাপার এটাই যে, এইসব ডেটা Instagram-এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক হচ্ছে। কিন্তু কী কারণে ইউজারদের ইন্টারনেট জীবন নখদর্পণে রাখছে সংস্থা? আর কীভাবেই বা এই ডেটা ট্র্যাকিংয়ের কাজ চলছে অজান্তেই?
ইউজারদের সমস্ত গতিবিধি রয়েছে Instagram-এর হাতের মুঠোয়
ম্যাকরুমার্স (MacRumors)-এর একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইনস্টাগ্রাম, তার ইউজারদের প্রতিটি কার্যকলাপ ট্র্যাক করতে পারে; এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পাসওয়ার্ড, অ্যাড্রেস, প্রতিটি ট্যাপ, সিলেক্টেড টেক্সট এবং স্ক্রিনশটের মত সমস্ত ফর্ম ইনপুট (যেমনটা শুরুতেই বলেছি)। জানা গিয়েছে, ইনস্টাগ্রাম বিজ্ঞাপন সম্বলিত বা প্রদর্শিত সমস্ত ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট (JavaScript) কোড ইনজেক্ট করে, এতে কোম্পানি ইউজারের সমস্ত ইন্টারঅ্যাকশন পর্যবেক্ষণ করার সুবিধা পেয়ে যায়।
তবে ইউজারদের গোপনীয়তায় হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা যে ইনস্টাগ্রামের নেই, এমনটাই স্পষ্টীকরণ পেশ করেছে তারা। মেটার মতে, ইনস্টাগ্রাম যে স্ক্রিপ্ট ইনজেক্ট করে তা কোম্পানিকে ইভেন্টগুলিকে একত্রিত করতে এবং ইউজারদের ব্যক্তিগত তথ্য, অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (ATT) অপ্ট-আউট পছন্দগুলি জানতে সাহায্য করে। বলতে গেলে, ইউজারদের ভালো অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যেই তাদের গতিবিধি পর্যালোচনা করে দেখে ইনস্টাগ্রাম – এমনটাই তাদের নিজেদের কার্যকলাপ সম্পর্কে যুক্তি।
Instagram কীভাবে ডেটা ট্র্যাক করে?
আগেই বলেছি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের সমস্ত লিঙ্ক এবং ওয়েবসাইটগুলিতে একটি ট্র্যাকিং জাভাস্ক্রিপ্ট কোড ইনজেক্ট করে, যার মাধ্যমে ব্যবহারকারীদের ডেটা তাদের সম্মতি ছাড়াই ট্র্যাক হয়। এক্ষেত্রে ইউজাররা যখন কোনো ওয়েবসাইটের লিঙ্কে ট্যাপ করেন বা লিঙ্কটি সোয়াইপ করেন অথবা ইনস্টাগ্রামে প্রদর্শিত বিজ্ঞাপনের মাধ্যমে কিছু কেনার জন্য একটি লিঙ্কে ট্যাপ করেন, তখন এটি ফোনের ডিফল্ট ব্রাউজার খোলার বদলে অ্যাপে একটি নতুন উইন্ডোতে কন্টেন্ট দেখায়; ব্যস, এখান থেকেই তাদের ডেটা চলে আসে সংস্থার হাতে।