iPhone 11 Pro বুলেট আটকে দিল! নিজে গুলি খেয়েও বাঁচিয়ে দিল সৈনিকের প্রাণ

By :  SUPARNA
Update: 2022-07-19 07:03 GMT

অ্যাপল ওয়াচ (Apple Watch) এর একাধিক প্রাণ রক্ষার গল্প এযাবৎ আমরা শুনে এসেছি। কিন্তু এবার খবরের শিরোনামে সংস্থাটির ওয়্যারেবল নয় বরং আইফোন (iPhone) জায়গা করে নিয়েছে একটি আশ্চর্য ঘটনা ঘটিয়ে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলতে থাকা অনবরত দ্বন্দ্বের কথা সারা বিশ্বেই চাউর হয়ে গেছে। যুদ্ধের ফলাফল সম্পর্কে জানা গেলেও, তৎকালীন মুহূর্তে ঘটমান বিবিধ ঘটনাগুলির ব্যাপারে জানা কিন্তু সম্ভব হয় না। তবে সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ঘটে যাওয়া একটি আশ্চর্যজনক ঘটনা নেট-দুনিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে। জানা যাচ্ছে, দুই দেশের সৈন্যবাহিনীর মধ্যে গুলির লড়াই চলাকালীন এক ইউক্রেনীয় সৈনিকের জীবন বাঁচিয়েছে অ্যাপলের আইফোন। সাথে একটি ভিডিও -ও সামনে এসেছে, যেখানে আইফোনের শক্তিশালী বডি-বিল্ড কিভাবে একটি বুলেট আটকে দিয়েছে তা দেখানো হয়েছে।

গুলিবিদ্ধ হওয়ার থেকে ইউক্রেন সিপাহীকে বাঁচালো অ্যাপল আইফোন (Apple iPhone saved Ukrainian soldier from being shot)

রেডিট (Reddit) এর একটি পোস্ট অনুসারে, একজন ইউক্রেনীয় সৈনিকের জীবন বাঁচিয়েছে ২০১৯ সালে লঞ্চ হওয়া আইফোন ১১ প্রো (iPhone 11 Pro)। পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে সেই সৈনিককে তার ব্যাকপ্যাকের মধ্যে আটকে থাকা একটি বুলেটবিদ্ধ ক্ষতিগ্রস্ত আইফোন ১১ প্রো হ্যান্ডসেট বার করতে দেখা গেছে। এই ঘটনার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি পোস্টে। তবে ভিডিওটি দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আইফোন ১১ সিরিজের এই প্রো মডেলটি যদি বুলেটের গতি রোধ না করতো, তবে যুদ্ধক্ষেত্রেই মারা যেতেন সেই সৈনিক।

রেডিট প্ল্যাটফর্মের মাধ্যমে, ভিডিও সহ এই পুরো ঘটনা প্রকাশ্যে আসার পর হাজারো মানুষ পোস্টটিতে তাদের মন্তব্য শেয়ার করেছেন। যেমন একজন রেডিট অ্যাপ ব্যবহারকারী কৌতুকের ছলে বলেছেন যে, "প্রতিদিন একটি আপেল ডাক্তারদের থেকে দূরে রাখে‌ আমাদের!" আরেকজন আবার টিপ্পনি করেছেন যে, “আইফোনগুলো শেষ পর্যন্ত কিছু ভালো কাজে তো লাগলো! আমি খুশি যে তিনি বেঁচে গেছেন এবং এই অভিজ্ঞতার কথা সকলকে বলতে পেরেছেন।” ইউক্রেনের সৈন্যবাহিনীর ভারপ্রাপ্তদের পরামর্শ দিয়ে একজন আবার কমেন্ট করেছেন, “আইফোনে ব্যবহৃত উপাদান দিয়ে বুলেটপ্রুফ ভেস্ট তৈরি করা সম্ভব কী? এটি অনেক হালকা হবে!”

জানিয়ে রাখি, ২০১৯ সালে iPhone 11, iPhone XR, এবং iPhone 11 Pro Max মডেলের পাশাপাশি লঞ্চ হয়েছিল iPhone 11 Pro। উক্ত সিরিজের পর আরো একাধিক আইফোন লাইনআপ বাজারজাত হয়েছে। আর প্রত্যেকটি সিরিজ লঞ্চ করার সময়, 'বেস্ট ইন ক্লাস' পারফরম্যান্স, ক্যামেরা ফ্রন্ট এবং বিল্ড কোয়ালিটির সাথে সেগুলিকে নিয়ে আসার দাবি করে অ্যাপল। তা সে পুরানো হোক বা লেটেস্ট, প্রতিটি সিরিজের বিল্ড কোয়ালিটি যাতে উৎকর্ষমানের হয় সেই দিকে সর্বাধিক জোর দেওয়ার কথা বরাবরই বলে এসেছে টেক জায়ান্টটি। আর সম্প্রতি প্রকাশ্যে আসা এই ঘটনা প্রমান করে দিয়েছে যে অ্যাপলের এই দাবি একশো শতাংশ সত্য।

Tags:    

Similar News