iPhone 14 Pro Max Explodes: চার্জে বসানো অবস্থায় আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে বিস্ফোরণ, প্রাণে বাঁচলেও পুড়ে গেল হাত

iPhone 14 Pro Max Explodes - শানশি রেডিও এন্ড টেলিভিশন এর রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটে। ওইসময় আইফোন ১৪ প্রো ম্যাক্স পাশে চার্জে বসিয়ে মহিলাটি শুয়ে ছিলেন। এরপর যখন তিনি পাশ ফেরেন তখন তার হাত ফোনের উপর পড়ে এবং তিনি গরম অনুভব করেন। তৎক্ষণাৎ মহিলা উঠে দেখেন যে তার আইফোন ১৪ প্রো ম্যাক্স থেকে ধোঁয়া বেরোচ্ছে।

Update: 2024-11-04 15:15 GMT

এবার আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে আগুন ধরে যাওয়ার অভিযোগ উঠলো। চীনের শানশি অঞ্চলের এক মহিলা এই অভিযোগ করেছেন। বিস্ফোরণের কারণে তার হাত পুড়ে গিয়েছে বলে জানা গেছে। শানশি রেডিও এন্ড টেলিভিশন এর রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটে। ওইসময় আইফোন ১৪ প্রো ম্যাক্স পাশে চার্জে বসিয়ে মহিলাটি শুয়ে ছিলেন। এরপর যখন তিনি পাশ ফেরেন তখন তার হাত ফোনের উপর পড়ে এবং তিনি গরম অনুভব করেন। তৎক্ষণাৎ মহিলা উঠে দেখেন যে তার আইফোন ১৪ প্রো ম্যাক্স থেকে ধোঁয়া বেরোচ্ছে।

এরপর ওই মহিলা একটি ভিডিও করেন। যেখানে দেখা যায় তার বিছানাপত্র পুড়ে গিয়েছে। পাশাপাশি অ্যাপার্টমেন্টের দেওয়াল ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে এবং আইফোনটি পুড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে ফোনে ব্যাটারি সম্পর্কিত কোনো ত্রুটি ছিল বলে অনুমান করা হচ্ছে।

জানা গেছে, ওই মহিলা ২০২২ সালে আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলটি কিনেছিলেন। অর্থাৎ ডিভাইসটি আর ওয়ারেন্টির মধ্যে নেই। তবুও, তিনি বিস্ফোরণের কারণ জানতে অ্যাপল সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন এবং তার অ্যাপার্টমেন্টে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চান।

বিষয়টি শোনার পর অ্যাপলের সার্ভিস সেন্টারের লোকেরা উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে যে ডিভাইসের ওয়ারেন্টি শেষ হয়ে গিয়েছে। এরপরও এই সমস্যার কারণ অনুসন্ধান করবে অ্যাপল। উল্লেখ্য, কয়েকদিন আগে আইকো ফোনে বিস্ফোরণের ঘটনা সামনে আসে। যেখানে এক এক্স ইউজার জানান, চার্জে বসানোর পর তার ফোন গরম হতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই ধোঁয়া বেরোতে শুরু করে ব্যাটারি থেকে। ওই ব্যক্তি দাবি করেন, সফটওয়্যার আপডেট করার পরই তার ফোন গরম হচ্ছিল।

Tags:    

Similar News