iPhone 14 Pro Price: প্রথমবার সামনে এল আইফোন ১৪ সিরিজের দাম, প্রো মডেলে আসতে পারে গোল্ড কালারে

Update: 2022-05-02 08:27 GMT

মার্কিন ইলেকট্রনিক্স সংস্থা অ্যাপল (Apple) গত সেপ্টেম্বর মাসে তাদের iPhone 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছে। আশা করা হচ্ছে সংস্থার পরবর্তী প্রজন্মের আইফোনগুলি অর্থাৎ Apple iPhone 14 সিরিজ আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে লঞ্চ হবে। তবে এখনও পর্যন্ত অ্যাপলের তরফে আপকামিং সিরিজটি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ না করা হয়নি। যদিও বিভিন্ন রিপোর্ট এবং সূত্র মারফৎ ইতিমধ্যেই iPhone 14 সিরিজের নতুন ডিজাইন, দামের কৌশল পরিবর্তন, ক্যামেরা, ব্যাটারিতে উন্নতি এবং অন্যান্য আরও বেশ কিছু তথ্য সামনে এসেছে। সেক্ষেত্রে, অ্যাপল এবছর চারটি আইফোন মডেল- iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max লঞ্চ করতে পারে। চাহিদা কম থাকায় চলতি বছর অ্যাপল আইফোনের 'Mini' মডেলটি বন্ধ করে দেবে বলে জানা গেছে। যদিও 'Pro' সিরিজে আগের মতোই দুটি মডেল থাকবে।

iPhone 14 Pro সিরিজ সম্পর্কে এই তথ্যগুলি সামনে এসেছে

অ্যাপল গত কয়েক বছর ধরে তাদের আইফোন মডেলগুলিতে নিত্যনতুন কালার ভ্যারিয়েন্ট অফার করছে। একটি নতুন রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলি একটি নতুন গোল্ডেন কালার অপশনে আসতে চলেছে। পিগটোউ.কম (Pigtou.com) গোল্ডেন আইফোনের রেন্ডার প্রকাশ করেছে। জানিয়ে রাখি, আইফোন ১৩ প্রো সিয়েরা ব্লু, আলপাইন গ্রিন, গ্রাফাইট, গোল্ড এবং সিলভার কালারে বাজারে উপলব্ধ।

প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু রিপোর্ট এও প্রকাশ করে যে, আইফোন ১৪ প্রো মডেলগুলির ডিসপ্লের ওপরে ফেসআইডি সেন্সর এবং সেলফি ক্যামেরার জন্য একটি পিল আকৃতির কাটআউট এবং একটি পাঞ্চ-হোল কাটআউট অন্তর্ভুক্ত থাকবে। ফলস্বরূপ পূর্বসূরির তুলনায় আইফোন প্রো মডেলগুলিতে আরও স্লিম বেজেল দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে স্ট্যান্ডার্ড আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স-এর ডিসপ্লেতে পূর্বসূরির মতো বড় বক্সি নচই থাকতে পারে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অ্যাপল সম্প্রতি iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max সহ iPhone 14 সিরিজের ডিসপ্লে নির্মাণের জন্য চীনের বিওই টেকনোলজি (BOE Technology)-এর সাথে একটি চুক্তিবদ্ধ হয়েছে, এমনকি এই চুক্তিটি ৭.৭৫ মিলিয়ন মার্কিন ডলারে স্বাক্ষরিত হয়েছে বলেও জানা গেছে। বিওই Apple iPhone 14 সিরিজের ২৫ শতাংশ ওলেড (OLED) ডিসপ্লে তৈরি করবে বলে জানা গেছে।

যাইহোক, সাম্প্রতিক কিছু রিপোর্টে আপকামিং iPhone 14 সিরিজের মডেলগুলির স্ক্রিনের আকারও প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, iPhone 14 এবং iPhone 14 Pro-এ ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকবে, তবে iPhone 14 Max এবং iPhone 14 Pro Max-এ ৬.৭ ইঞ্চির প্যানেল দেখা যাবে।

উল্লেখ্য, অফিসিয়াল লঞ্চের আগে, iPhone 14 সিরিজের সম্ভাব্য মূল্যগুলিও প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, Apple iPhone 14 Max-এর দাম iPhone 14 Pro Max-এর থেকে প্রায় ২০০ ডলার (প্রায় ১৫,৩০০ টাকা) কম হবে। এই 'ম্যাক্স' মডেলটি, মিনি মডেলের পরিবর্তে আসবে এবং এর দাম প্রায় ৯৯৯ ডলার (প্রায় ৭৬,৪০০ টাকা) হবে বলে আশা করা হচ্ছে। iPhone 14 Pro-এর দাম সম্ভবত ১,০৯৯ ডলার (প্রায় ৮৪,০৫০ টাকা) রাখা হতে পারে, যেখানে Pro Max-এর দাম ১,১৯৯ ডলার (প্রায় ৯১,৭০০ টাকা) রাখা হতে পারে। রেগুলার iPhone 14 মডেলটির দাম iPhone 14 Max-এর তুলনায় ১০০ ডলার কম, প্রায় ৭৯৯ ডলার (প্রায় ৬১,১০০ টাকা) হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News